South 24 Parganas News: মর্মান্তিক! সাগরে মাটির ঘরের দেওয়াল চাপা পড়ে মৃত ১

Last Updated:

সাগরে মাটির ঘরের দেওয়াল চাপা পড়ে মৃত‍্যু হল ১ ব‍্যক্তির। ওই ব‍্যক্তির নাম জন্মেঞ্জয় পাত্র (৬৭)। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের কয়লা পাড়ার এলাকার এলাকার বাসিন্দা জন্মেঞ্জয় পাত্র।

মৃত জন্মেঞ্জয় পাত্র
মৃত জন্মেঞ্জয় পাত্র
#কাকদ্বীপ : সাগরে মাটির ঘরের দেওয়াল চাপা পড়ে মৃত‍্যু হল ১ ব‍্যক্তির। ওই ব‍্যক্তির নাম জন্মেঞ্জয় পাত্র (৬৭)। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের কয়লা পাড়ার এলাকার এলাকার বাসিন্দা জন্মেঞ্জয় পাত্র। ওই ব‍্যক্তি তাদের পুরনো মাটির বাড়ি ভাঙার কাজ করছিলেন বলে খবর। সেসময় হঠাৎই মাটির বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। এই ঘটনায় দেওয়ালের নীচে চাপা পড়েন ওই ব‍্যক্তি। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। এবং মাটি সরিয়ে ওই ব‍্যক্তিকে উদ্ধার করার কাজ শুরু করে।
এরপরই গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় তার প্রতিবেশীরা। সেখানে চিকিৎসকরা এসে ওই ব‍্যক্তিকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। এই ঘটনার খবর পেয়ে সাগর থানার পুলিশ সাগর গ্ৰামীন হাসপাতাল থেকে ওই ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করে সাগর থানায় নিয়ে আসে। এরপর শুক্রবার ওই ব্যক্তির মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে নিয়ে যায় পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ নদীবাঁধের জন‍্য জমি অধিগ্রহণ করতে গিয়ে বিপত্তি! উত্তেজনা কনকনদিঘিতে
ময়নাতদন্তের পরই মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে খবর। এ নিয়ে স্থানীয় বাসিন্দা দেবাংশু মন্ডল জানান মৃত ব‍্যক্তি সম্প্রতি পাকা বাড়ি তৈরি করেছিলেন। সেজন‍্য পুরানো মাটির বাড়ি ভেঙে ফেলার কাজ চলছিল। এই কাজ চলাকালীন এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ঘটনার পর তারাই ওই ব‍্যক্তিকে হাসপাতালে নিয়ে আসলেও তাকে বাঁচানো যায়নি। এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।
advertisement
advertisement
Nawab Mallick
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: মর্মান্তিক! সাগরে মাটির ঘরের দেওয়াল চাপা পড়ে মৃত ১
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement