South 24 Parganas News: দুর্গাপুজোর মতই কার্তিক পুজো হয় এই গ্রামে!
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
Last Updated:
বাঙালির বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে। তার মধ্যে অন্যতম শারদ উৎসব। তবে বারুইপুর পূর্ব বিধানসভা এলাকার জাঙ্গালিয়া সংহতিচক্রের দুর্গা ছাড়া কার্তিক পুজোর আরম্ভর। একদম তাই দুর্গাপুজোর আদলে কার্তিক পুজোর আয়োজনে মেতেছে সংহতিচক্রের ক্লাবের সদস্যরা।
#বারুইপুর : বাঙালির বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে। তার মধ্যে অন্যতম শারদ উৎসব। তবে বারুইপুর পূর্ব বিধানসভা এলাকার জাঙ্গালিয়া সংহতিচক্রের দুর্গা ছাড়া কার্তিক পুজোর আরম্ভর। একদম তাই দুর্গাপুজোর আদলে কার্তিক পুজোর আয়োজনে মেতেছে সংহতিচক্রের ক্লাবের সদস্যরা। এবছর তাদের ২৯ তম বর্ষে পদার্পণ করল। এই এলাকায় বছর তিরিস অনেক আগে থেকে অনেকটাই বড় আকারে শারদ উৎসবের আয়োজন করা হতো। কিন্তু এলাকার কোন একটি কারণবশত সেই পুজো অন্যভাবে বিভক্ত হয়ে যায়। যার কারণে এলাকার ছেলেরা মন ভেঙ্গে যায়।
তারা সিদ্ধান্ত নেয় যে এমন একটি পুজো করবো আমরা, সেই পুজো যেন অন্য কোথাও সেভাবে বড় আকারে হয় না। তাই সিদ্ধান্ত নিয়ে তখন থেকেই এই কার্তিক পূজার আয়োজন করে আসছে সংহতিচক্রের সদস্যরা। পুজোর কটা দিন দুর্গা পুজোর মতন আনন্দে কাটান ক্লাবের সমস্ত সদস্যরা। দুর্গা পুজোতে এই ক্লাবের সদস্যরা তারা যেসব কাজের সাথে যুক্ত আছে।
advertisement
আরও পড়ুনঃ মর্মান্তিক! সাগরে মাটির ঘরের দেওয়াল চাপা পড়ে মৃত ১
কার্তিক পুজোতে ছুটি নেবার জন্য দুর্গাপূজার সময় তারা তাদের কর্মস্থলে ছুটি নেয় না। শুধুমাত্র কার্তিক পুজোর ছুটি নেবার জন্য। বিভিন্ন আলোকসজ্জা মাধ্যমে সেজে ওঠে পুরো এলাকা মানানসই করে মন্ডপে সাজানো হয় প্রতিমা। সাথে থাকছে নজর করা মণ্ডপ। ক্লাবের তরফ থেকে টানা ৫ দিন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে। বস্ত্র বিতরণ এর পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মেতে ওঠে ক্লাবের সমস্ত সদস্যরা।
advertisement
advertisement
Suman Saha
view commentsLocation :
First Published :
November 18, 2022 6:00 PM IST
