#দক্ষিণ ২৪ পরগনা: করোনা পরিস্থিতিতেই দোকানের ভিড় সামাল দিয়ে ব্যবসা চালাতে হচ্ছে দম্পতিকে। মাত্র পচিশ টাকাতেই মিলছে পাঁচ রকম খাবার। রুটি, ঘুগনির পাশাপাশি একটি কেক, সেদ্ধ ডিম এবং আস্ত কলা। সেটা খেতেই ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। দুর্মূল্যের বাজারে এত অল্প টাকায় এতগুলি খাবার অসম্ভব হলেও সেটাই সম্ভব করেছেন এক দম্পতি (South 24 Parganas News)। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কাছে পেট্রল পাম্পের উল্টোদিকে মিলছে সস্তায় পুষ্টিকর এই খাবার।
চাইলে কি আর একটু বেশি লাভ করা যেত না? প্রশ্নের উত্তরে মৃদু হাসেন প্রতিমাদেবী। বলেন, "লোভের আর লাভের কি কখনো শেষ আছে? আমরা চাই সবাই কম পয়সায় ভাল খাবার খাক। গত কয়েক বছর ধরে যে বিপর্যয় চলছে তাতে মানুষের হাতে পয়সা নেই, কিন্তু পেটের খিদে তো আছে। তাই এমন ভাবনা"।(South 24 Parganas News)কথা বলে জানা গেল, ইদানিং কলা ও ডিমের দাম বেড়ে গেছে। তাই যা লাভ হওয়ার কথা তার থেকে কম লাভ হচ্ছে। যদিও এতে পরোয়া নেই দম্পতির। গড়িয়া, সোনারপুর, কামালগাজি থেকে লোকজন কাজে যাওয়া আসার পথে ওই দোকানে টিফিন সারেন। রক্তিম দাস নামে এক হকার বলেন, "এখানাকার খাবার শুধু কম দাম নয় সেইসঙ্গে স্বাস্থ্যপ্রদও। খেলে শরীরে কোন ক্ষতি হবে না"। নরেন্দ্রপুর গ্রীনপার্ক এলাকার শিক্ষক সৌমিত্র কর বলেন, "ইচ্ছে হলেই দোকানে বসে খাই আবার মাঝেমধ্যে পার্সেল করে বাড়ি নিয়ে যাই"।দূর্মূল্যের এই বাজারেও ক্ষুধার্তদের পেটে খাবার জুগিয়ে বেঁচে থাকুক সস্তার এই লোকনাথ টি স্টল, আশা পথচলতি মানুষের।
Rudra Narayan Roy
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।