South 24 Paraganas News : বিকল্প পশুখাদ্যের সন্ধান রায়দিঘিতে, নতুন এই ঘাসের খোঁজ পেয়ে খুশি পশুপালকরা

Last Updated:

রায়দিঘীতে দ্রুত বর্ধনশীল ঘাস চাষ করে গবাদি পশুর বিকল্প খাদ্যের সন্ধান দিচ্ছে প্রাণী সম্পদ বিকাশ দফতর।

+
বিকল্প

বিকল্প ঘাস

রায়দিঘী : রায়দিঘীতে দ্রুত বর্ধনশীল ঘাস চাষ করে গবাদি পশুর বিকল্প খাদ্যের সন্ধান দিচ্ছে প্রাণী সম্পদ বিকাশ দফতর। গবাদি পশুর বৃদ্ধি এবং পুষ্টির জন্য প্রয়োজন পশুখাদ্য। সেই পশুখাদ্যের অনেকটাই চাহিদা পূরণ করে এই ঘাস। সেজন্য ঘাস উৎপাদন করা খুবই জরুরি।
যেহেতু গবাদি পশু একসঙ্গে অনেকটাই ঘাস খেয়ে ফেলে, সেজন্য তাদের জন্য বিকল্প খাদ্য হিসাবে নতুন দ্রুত বর্ধনশীল ঘাসের খোঁজ দিচ্ছে প্রাণী সম্পদ বিকাশ দফতর। নতুন এই ঘাসের খোঁজ পেয়ে খুশি পশুপালকরা।
advertisement
ঠিক কি কি ঘাস আছে এই গবাদি পশুর বিকল্প খাদ্য তালিকায়। রয়েছে হাইব্রিড ডিপিআর। এই ঘাসটি অনেকটাই আখগাছের মত দেখতে। এই ঘাস একবার জমিতে লাগালে। বহুবছর ধরে এই ঘাস পাওয়া যাবে‌। সেক্ষেত্রে পাতাগুলিকে কাটতে হবে নির্দিষ্ট সময় অন্তর‌।
advertisement
রয়েছে আ্যজোলা শৈবাল যেটিকে কৃষকরা ছোট চৌবাচ্চাতে চাষ করতে পারবেন। মাত্র ১৫ দিনে এই এই শৈবাল অনেকটাই পরিমাণে বাড়ে। যা দুগ্ধবতী গাভীকে ২৫০ গ্রাম করে খাওয়ালে প্রচুর দুধ উৎপাদন হবে‌‌। আর রয়েছে হাইড্রোফোনিক ঘাস যা কম জলেও উৎপাদন হবে‌।
advertisement
নতুন এই ঘাসগুলি চাষ করে কৃষকরা অনেকটাই লাভবান হবেন বলে মনে করছেন মথুরাপুর ২ নং ব্লকের বিএলডিও সঞ্জয় কুমার বসু। তিনি জানিয়েছেন গবাদি পশুর খাদ্যের অভাব পূরণ করতে এই বিকল্প ঘাস চাষের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করেছেন তারা। সম্প্রতি এ নিয়ে তারা বেশ কিছু কৃষককে প্রশিক্ষণ দিয়েছেন। কৃষকদের কাছ থেকে এই ঘাস নিয়ে ভালো সাড়াও পাচ্ছেন।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Paraganas News : বিকল্প পশুখাদ্যের সন্ধান রায়দিঘিতে, নতুন এই ঘাসের খোঁজ পেয়ে খুশি পশুপালকরা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement