Bank Holidays: চলতি সপ্তাহে পর পর ছুটি, ব্যাঙ্কে যাওয়ার আগে একবার দেখে নিন ছুটির লিস্ট
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
২২ জানুয়ারি রবিবার থেকে হিসেবটা কষতে হবে এবার আমাদের, এখন আমরা রয়েছি এই সপ্তাহে।
#কলকাতা: চলতি বছরের প্রথম মাসে ব্যাঙ্ক কি একটু ঘন ঘনই বন্ধ থাকছে? হিসেব তো তাই বলছে। জানুয়ারি মাসের ৩১টা দিনের মধ্যে ১৪ দিনই বন্ধ থাকবে ব্যাঙ্ক। সরকারি ছুটি তো আছেই, রয়েছে রাজ্যভিত্তিক কিছু ছুটিও। এই তালিকায় দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবারও আছে। এই সব মিলিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশিকা অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাসে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক মোট ১৪ দিন বন্ধ থাকবে।
২০২৩ সালের জানুয়ারি মাসে ছুটি শুরু হয়েছে প্রথম দিন থেকেই। ১ জানুয়ারি রবিবার। গোটা দেশেই ব্যাঙ্ক বন্ধ ছিল। ২ জানুয়ারি সোমবার হলেও নতুন বছর উদযাপনের জন্য মিজোরামের সমস্ত ব্যাঙ্কে ছুটি দেওয়া হয়েছিল। ৫ জানুয়ারি বৃহস্পতিবার উদযাপিত হয়েছে গুরু গোবিন্দ সিংয়ের জন্মজয়ন্তী। কিছু রাজ্য ছাড়া দেশের বেশিরভাগ ব্যাঙ্কেই এদিন ছুটি ছিল।
advertisement
advertisement
৮ জানুয়ারি রবিবার। সাপ্তাহিক ছুটির দিন। গোটা দেশেই ব্যাঙ্ক বন্ধ ছিল সঙ্গত কারণেই। ১১ জানুয়ারি বুধবার মিশনারি ডে উপলক্ষ্যে মিজোরামের ব্যাঙ্কগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছিল। ১৪ জানুয়ারি মাসের দ্বিতীয় শনিবার, সারা দেশেই ব্যাঙ্ক বন্ধ ছিল স্বাভাবিক নিয়মে। ১৫ জানুয়ারি রবিবার, সাপ্তাহিক ছুটির দিন। এদিনও গোটা দেশেই ব্যাঙ্ক বন্ধ ছিল।
advertisement
২২ জানুয়ারি রবিবার থেকে হিসেবটা কষতে হবে এবার আমাদের, এখন আমরা রয়েছি এই সপ্তাহে। সাপ্তাহিক ছুটি উপলক্ষ্যে সারা দেশেই ব্যাঙ্ক বন্ধ ছিল রবিবার। ২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তী। পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার সমস্ত ব্যাঙ্কে এদিন ছুটি। ২৫ জানুয়ারি বুধবার ‘স্টেট ডে’ উপলক্ষ্যে হিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৬ জানুয়ারি বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবস। গোটা দেশেই ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৯ জানুয়ারি রবিবার, সাপ্তাহিক ছুটির দিন হিসেবে সারা দেশেই ব্যাঙ্ক বন্ধ। ৩১ জানুয়ারি সোমবার মে-দম-মে-ফি উপলক্ষ্যে অসমের ব্যাঙ্কগুলোয় ছুটি থাকবে।
advertisement
তবে জানুয়ারি মাসে এতগুলো ছুটি থাকলেও ব্যাঙ্কের কাজে গ্রাহকদের সমস্যা হবে না। ব্যাঙ্ক বন্ধ থাকলেও এটিএম খোলা থাকবে। চালু থাকবে অনলাইন ব্যাঙ্কিংও। আরবিআই নির্দেশিকা অনুসারে, রবিবারের পাশাপাশি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাঙ্কগুলি বন্ধ থাকে। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের অধীনে, আরবিআই ২, ২৬ জানুয়ারি ব্যাঙ্ক ছুটি ঘোষণা করেছে। ৫, ১১, ২৩, ২৫ এবং ৩১ জানুয়ারি রাজ্য সরকারগুলি ছুটি ঘোষণা করেছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 23, 2023 1:59 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank Holidays: চলতি সপ্তাহে পর পর ছুটি, ব্যাঙ্কে যাওয়ার আগে একবার দেখে নিন ছুটির লিস্ট