South 24 Parganas News: কাকদ্বীপে চালু হল এফপিসি, এবার সরাসরি কৃষকের থেকে ফসল কেনা যাবে
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
সম্প্রতি কাকদ্বীপে ফার্মার প্রডিউসার আউটলেটের উদ্বোধন করা হয়। কৃষি ও কৃষকের উন্নতির লক্ষ্যে দেশজুড়ে চলছে ফার্মার প্রডিউসার গঠনের কাজ। যা আমজনতার কাছে এফপিসি নামেই পরিচিত।
দক্ষিণ ২৪ পরগনা: কৃষিপণ্যর কেনাবেচা সহজ ও সুগম করতে কাকদ্বীপে খোলা হল এফপিসি বা ফার্মার প্রডিউসার সেন্টার আউটলেট। এখান থেকে কৃষকরা তাঁদের উৎপাদিত ফসল সরাসরি ক্রেতাদের বিক্রি করতে পারবেন। সেই সঙ্গে কম দামে কৃষিজাত বিভিন্ন দ্রব্যও কিনতে পারবেন।
আরও পড়ুন: গরমে ফুটিফাটা চাষের জমি, নেই জল সেচ ব্যবস্থা! তিন ফসলি জমি নিয়ে কী করবেন ভেবে পাচ্ছেন না কৃষক
সম্প্রতি কাকদ্বীপে ফার্মার প্রডিউসার আউটলেটের উদ্বোধন করা হয়। কৃষি ও কৃষকের উন্নতির লক্ষ্যে দেশজুড়ে চলছে ফার্মার প্রডিউসার গঠনের কাজ। যা আমজনতার কাছে এফপিসি নামেই পরিচিত। কাকদ্বীপের সবজি চাষের সঙ্গে যুক্ত প্রায় ৩০০ কৃষক এই কার্যালয়ের সঙ্গে যুক্ত হয়েছেন। এছাড়াও ১০ জন কৃষককে শেয়ার সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এর ফলে কাকদ্বীপের কৃষকদের আয় যেমন বাড়বে তেমনই এলাকার মানুষ ন্যায্য মূল্যে ভাল কৃষি পণ্য কিনতে পারবেন বলে মনে করা হচ্ছে।
advertisement
advertisement
এফপিসি ব্যবস্থায় কৃষকদের একজোট করে তাঁদের উৎপাদিত ফসল বিক্রির যেমন এক প্ল্যাটফর্ম করে দিয়েছে, তেমনই কৃষকরা অত্যন্ত কম দামে সার, কীটনাশক, বীজ চিনতে পারছেন এখান থেকে। পাশাপাশি বছরের শেষে সেন্টার থেকে লভ্যাংশের ভাগও পাবেন তাঁরা।
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
May 10, 2023 8:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: কাকদ্বীপে চালু হল এফপিসি, এবার সরাসরি কৃষকের থেকে ফসল কেনা যাবে