Malda News: গরমে ফুটিফাটা চাষের জমি, নেই জল সেচ ব্যবস্থা! তিন ফসলি জমি নিয়ে কী করবেন ভেবে পাচ্ছেন না কৃষক

Last Updated:

মালদহের হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের ইসলামপুর পঞ্চায়েতের কৃষকরা গ্রীষ্মকালে চাষের ক্ষেত্রে সাধারণত বৃষ্টির জলের উপর নির্ভরশীল। কিন্তু এই বছর কালবৈশাখী না হওয়ায় জল সেচের প্রয়োজন হয়ে পড়েছে।

+
title=

মালদহ: প্রবল উত্তপে ফুটি ফাটা অবস্থা চাষের জমির। এদিকে জল সেচের ব্যবস্থা না থাকায় কৃষিকাজ লাটে ওঠার জোগাড় হরিশ্চন্দ্রপুরে। অন্যান্য বছর কালবৈশাখী হাত ধরে এই সময় বেশ ভাল পরিমান বৃষ্টি হয়। ফলে জল সেচের বিশেষ একটা প্রয়োজন পড়ে না। কিন্তু এবছর পরিস্থিতি অন্যরকম হওয়ায় মাথায় হাত কৃষকদের।
মালদহের হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের ইসলামপুর পঞ্চায়েতের কৃষকরা গ্রীষ্মকালে চাষের ক্ষেত্রে সাধারণত বৃষ্টির জলের উপর নির্ভরশীল। কিন্তু এই বছর কালবৈশাখী না হওয়ায় জল সেচের প্রয়োজন হয়ে পড়েছে। কিন্তু এখানে তার কোন‌ও বন্দোবস্ত নেই। যদিও এলাকার কৃষকরা দীর্ঘদিন ধরেই জলসেচ ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়ে আসছেন। এই পরিস্থিতিতে চলতি বছর চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।
advertisement
advertisement
ইসলামপুরের ভাকুরিয়া, দক্ষিণ ও উত্তর ভাকুরিয়া মৌজাগুলির মাঠে প্রায় ২০০০ হেক্টর চাষের জমি আছে। এখানকার কৃষকরা মূলত ধান, গম, ভুট্টা, পাট ও সর্ষে চাষ করেন। এখানকার চাষের জমি তিন ফসলি। কিন্তু জল সেচ ব্যবস্থা না থাকায় এ বছর কী হবে তা কেউ জানে না। তবে এলাকার বহু গ্রামে এখনও বিদ্যুৎ সংযোগ পৌঁছয়নি। স্বাভাবিকভাবেই জলসেচ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এলাকার সম্পন্ন কৃষকরা এই পরিস্থিতিতে চড়া দামে ডিজেল কিনে পাম্প চালিয়ে চাষের জমিতে জল সেচের ব্যবস্থা করছেন। কিন্তু যাদের আর্থিক অবস্থা ভাল নয় সেই সকল কৃষকরা বিপুল ক্ষতির সম্মুখীন। স্থানীয় কৃষকদের অভিযোগ, সম্প্রতি মুখ্যমন্ত্রী জেলা সফরে এলে এলাকার জনপ্রতিনিধিরা তাঁদের সমস্যার কথা কিছু জানাননি। কৃষক আশরাফুল হক বলেন, আমাদের এলাকায় কৃষি জমিতে সেচের ব্যবস্থা নেই। বছরে তিনটি করে ফসল চাষ হয়। কিন্তু এলাকায় বিদ্যুৎ সংযোগ না থাকায় জল সেচ ব্যবস্থা গড়ে তোলা যায়নি। এদিকে সরকারি সহযোগিতা না পাওয়ায় এই বছর চাষের বিপুল ক্ষতি হয়ে যাবে।
advertisement
হরষিত সিংহ
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: গরমে ফুটিফাটা চাষের জমি, নেই জল সেচ ব্যবস্থা! তিন ফসলি জমি নিয়ে কী করবেন ভেবে পাচ্ছেন না কৃষক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement