Sundarban News: ৬ দিনে ৬ লক্ষ সুন্দরবনবাসীর ভিড় দুয়ারে সরকারে
- Published by:kaustav bhowmick
Last Updated:
সুন্দরবন এলাকায় এবার দুয়ারে সরকারের ৬৮৫৬ টি ক্যাম্প বসেছে। আগামী চারদিনে ক্যাম্পের সংখ্যা বেড়ে ৯৯৬৬ তে পৌঁছবে বলে জানান দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা।
সুন্দরবন: দুয়ারের সরকার আবারও হিট সুন্দরবনে। প্রথম ৬ দিনেই প্রায় ৬ লক্ষ সুন্দরবনবাসী দুয়ারে সরকারের ক্যাম্পগুলোতে এসে বিভিন্ন পরিষেবার জন্য আবেদন জানিয়েছেন।
১ এপ্রিল থেকে ষষ্ঠ দুয়ারে সরকার শিবির শুরু হয়েছে রাজ্যের প্রতিটি জায়গায়। সেই তালিকাতে যথারীতি আছে সুন্দরবন। এবারের শিবিরে সুষ্ঠ পরিষেবা দেওয়ার উপর জোর দিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। রাজ্য সরকারের ৩৩ টি প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে এবারের দুয়ারে সরকারে। আর সেই সমস্ত প্রকল্পের সুবিধে নিতেই শিবিরগুলিতে কার্যত ঢল নেমেছে সুন্দরবনের মানুষের।
advertisement
advertisement
মুখ্যমন্ত্রীর নির্দেশে এবারের দুয়ারে সরকার শিবির বুথ স্তরে পৌঁছে গিয়েছে। আর তাতেই রাজ্যের প্রত্যন্ত সুন্দরবনে এই সাফল্য এল বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা। সুন্দরবন এলাকায় এবার দুয়ারে সরকারের ৬৮৫৬ টি ক্যাম্প বসেছে। আগামী চারদিনে ক্যাম্পের সংখ্যা বেড়ে ৯৯৬৬ তে পৌঁছবে বলে জানান দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা।
advertisement
জেলাশাসক শুক্রবার বাসন্তীর মহেশপুর যশোদা বিদ্যাপীঠ হাইস্কুলে আয়োজিত দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক শঙ্খ সাঁতরা, বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল সহ অন্যান্য আধিকারিকরা। জেলাশাসক বলেন, আমাদের এবারের দুয়ারে সরকারে বিশেষভাবে ফোকাস করা হয়েছে সুন্দরবনের মত প্রত্যন্ত এলাকার মানুষ যাতে সঠিক পরিষেবা পায় তার উপর।
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
April 07, 2023 5:55 PM IST