South 24 Parganas News: নেশা মুক্ত বারুইপুর গড়তে বদ্ধপরিকর এসপি
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUMAN SAHA
Last Updated:
রাজ্য পুলিশ দিবসে বারুইপুরকে নেশা মুক্ত করার প্রতিশ্রুতি দিলেন এসপি
দক্ষিণ ২৪ পরগনা: বিভিন্ন নেশার কারণে একটু একটু করে ধ্বংসের পথে চলে যাচ্ছে যুবসমাজ। আর এই যুবসমাজকে জীবনের মূল স্রোতে ফেরাতে এবার এগিয়ে এলেন বারুইপুর পুলিশ জেলার এসপি। শুক্রবার রাজ্য পুলিশ দিবস সাড়ম্বরে পালন করা হয় বারুইপুর পুলিশ জেলায়। এই উপলক্ষে বিশেষ ট্যাবলোর উদ্বোধন করেন বারুইপুর পুলিশ জেলার এসপি শ্রীমতি পুষ্পা। আগামী দিনে এই ট্যাবলোর মাধ্যমে এলাকার অলিতে-গলিতে নজর রাখবে জেলা পুলিশ। নেশায় বুঁদ হয়ে ডুবে থাকা যুব সমাজকে উদ্ধারের জন্য এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে।
এই বিশেষ উদ্যোগ প্রসঙ্গে বারুইপুর পুলিশ জেলার এসপি শ্রীমতি পুষ্পা বলেন, আগামী কয়েক মাসের মধ্যেই সম্পূর্ণ বারুইপুরকে নেশা মুক্ত ও সন্ত্রাস মুক্ত এলাকা করতে আমরা বদ্ধপরিকর। বিভিন্ন নেশার কারণেই এলাকায় বাড়ছে বিভিন্ন অসামাজিক কাজ। নেশার অর্থ যোগাতে বিভিন্ন সময় যুব সমাজ অপরাধের রাস্তা বেছে নিচ্ছে। আমরা যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাব। তাদের জীবনের মূলস্রোতে ফেরার ব্যবস্থা পুলিশ করে দেবে বলে তিনি জানান।
advertisement
advertisement
এসপি বারুইপুরবাসীকে আগামীদিনে সুস্থ সমাজ উপহার দেওয়ার আশ্বাস দেন। এদিন ট্যাবলোটি বারুইপুর হাসপাতালের কাছ থেকে গোচরণ হয়ে প্রায় ১০ কিলোমিটার যাত্রা করে। আজকের এই বিশেষ দিনে বারুইপুর পুলিশ জেলার পুলিশ ও বারুইপুর ট্রাফিক বিভাগের শতাধিক কর্মী অংশগ্রহণ করেন পদযাত্রায়।
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 01, 2023 4:20 PM IST