হোম /খবর /দক্ষিণ ২৪ পরগনা /
জমির পাট্টা পেলেন সুন্দরবনের ভূমিহীনরা

South 24 Parganas News: জমির পাট্টা পেয়ে খুশি সুন্দরবনের ভূমিহীনরা

জমির পাট্টা হাতে পেয়ে খুশি প্রাপকরা। চতুর্দিকে নদী ও সমুদ্র দিয়ে ঘেরা দ্বীপ গঙ্গাসাগর। প্রতিবছর ভাঙনের কবলে পড়ে এখানে নদীগর্ভে তলিয়ে যায় কৃষি জমি, ভিটেমাটি সহ বাস্তু জমি।

  • Share this:

দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের একাধিক ব্লকে জমির পাট্টা পেল ভূমিহীন প্রান্তিক মানুষ। সাগরের ১২৩ জন ও মথুরাপুর-২ ব্লকের ১৯ জনকে পাট্টা দেওয়া হয়েছে। প্রাপকদের হাতে জমির পাট্টা তুলে দেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা।

আরও পড়ুন: অবশেষে দাবি পূরণ! জরাজীর্ণ পোল সংস্কারের কাজ শুরু

জমির পাট্টা হাতে পেয়ে খুশি প্রাপকরা। চতুর্দিকে নদী ও সমুদ্র দিয়ে ঘেরা দ্বীপ গঙ্গাসাগর। প্রতিবছর ভাঙনের কবলে পড়ে এখানে নদীগর্ভে তলিয়ে যায় কৃষি জমি, ভিটেমাটি সহ বাস্তু জমি। ফলে ভূমিহীন হয়ে পড়েন বহু মানুষ। এছাড়াও দীর্ঘদিন ধরে নদীর পাড়ে বসবাস করলেও অনেকের কাছেই জমির বৈধ নথিপত্র কিছু নেই। এই সমস্ত অসহায় মানুষদের হাতেই তুলে দেওয়া হয় জমির পাট্টা।

সাগরের মত ভাঙন সমস্যায় আক্রান্ত মথুরাপুর-২ ব্লকের মানুষ‌ও। আর তাই তাঁদের হাতে জমির পাট্টা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। সূত্রের খবর, শুধু সাগর বা মথুরাপুর নয়, সুন্দরবন এলাকার অন্যান্য ব্লকেও জমির পাট্টা বিলির কাজ হবে আগামী দিনে।
রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি সুন্দরবনের দরিদ্র মানুষ।

নবাব মল্লিক

Published by:kaustav bhowmick
First published:

Tags: Land