Howrah News: অবশেষে দাবি পূরণ! জরাজীর্ণ পোল সংস্কারের কাজ শুরু
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RAKESH MAITY
Last Updated:
এই পোলটি হাওড়া-সাঁকরাইল রাজ্য সড়কের মধ্যবর্তী হাটগাছা এলাকায় অবস্থিত। দীর্ঘদিন জড়াজীর্ণ অবস্থায় পড়েছিল পোলটি।
হাওড়া: অবশেষে দীর্ঘদিনের দাবি পূরণ হল! জরাজীর্ণ পোল নতুন করে সারানোর কাজ শুরু হল সাঁকরাইলের হাটগাছায়। দীর্ঘদিনের দাবিদাওয়া পেশের পর অবশেষে এই কাজ শুরু হওয়ায় খুশি এলাকার মানুষ।
এই পোলটি হাওড়া-সাঁকরাইল রাজ্য সড়কের মধ্যবর্তী হাটগাছা এলাকায় অবস্থিত। দীর্ঘদিন জড়াজীর্ণ অবস্থায় পড়েছিল পোলটি। স্থানীয় বাসিন্দারা অনেকদিন ধরেই এটি সারানোর দাবি তুলছিলেন। অবশেষে সেই কাজ শুরু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তাঁরা।
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন এই পোল দিয়ে কয়েক হাজার মানুষ যাতায়াত করে। পুরানো পোলের উপর দিয়ে বিভিন্ন যানবাহন যাতায়াত করত, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। তবে নতুন পোল তৈরি হলে আর সেই বিপদ থাকবে না। এই প্রসঙ্গে ঝোরহাট পঞ্চায়েতের উপপ্রধান রূপম সাঁধুখা বলেন, সত্যেন বোস রোডের উপর ছোট-মাঝারি পোল আছে। যেমন এনসি পাল পোল, বানুপুর-১ নম্বর পোল এবং হাটগাছা সহ মোট তিনটি পোল আছে। এর কোনটাই দীর্ঘদিন মেরামত হয়নি। ফলে পোলগুলি জরাজীর্ণ হয়ে পড়েছিল। অবশেষে পশ্চিমবঙ্গ সরকারের পিডব্লিউডি এই পোল সংস্কারের কাজ শুরু করেছে। জানা গেল এই পোলটি ৮০-৮৫ বছরের পুরানো। সংস্কারের অভাবে এর নিচের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। যেকোনও দিন বড় দুর্ঘটনার আশঙ্কায় ভুগছিলেন এলাকাবাসী। তবে অবশেষে সংস্কারের কাজ শুরু হওয়ায় তাঁরা খুশি।
advertisement
রাকেশ মাইতি
Location :
Kolkata,West Bengal
First Published :
May 10, 2023 9:56 PM IST