Coochbehar News: দখল হয়ে যাচ্ছে রাজা আমলের ঐতিহ্যবাহী সাঁওতালদিঘি, হুঁশ নেই প্রশাসনের

Last Updated:

সরাসরি দিঘি বুজিয়ে ফেলার অভিযোগ তোলা হয়েছে। এটির চারপাশ জবরদখল করে এমনভাবে দোকান সহ নানান নির্মাণ গড়ে উঠেছে যে মাঝে দিঘি আছে সেটাই নতুন প্রজন্মের অনেকে জানেন না।

+
রাজ

রাজ আমলের সাঁওতাল দিঘী আটকে নির্মাণ কাজের অভিযোগ!

কোচবিহার: দিনে দুপুরে প্রকাশ্যে আস্ত দিঘি ভরাটের অভিযোগ। তাও যে সে দিঘি নয়, রাজ আমলে খনন করা ঐতিহ্যবাহী সাঁওতাল দিঘি বুজিয়ে ফেলার অভিযোগ উঠল এলাকারই কিছু মানুষের বিরুদ্ধে। পরিবেশপ্রেমীদের অভিযোগ, এই ঐতিহ্যবাহী দিঘি ভরাট করে সেখানে নির্মাণ কাজ শুরুর চক্রান্ত করছে প্রোমোটাররা।
কোচবিহার শহরের ৬ নম্বর ওয়ার্ডের নরেন্দ্র নারায়ণ পার্কের ঠিক উল্টো দিকে অবস্থিত এই দিঘিটি। এক সময় এই দিঘির ঘাট দখল করে দোকান তৈরির অভিযোগ তুলেছিলেন পরিবেশপ্রেমীরা। যদিও তারপর দীর্ঘ সময় কেটে গেলেও কোন‌ও ব্যবস্থা নেওয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে। এবার তো একেবারে সরাসরি দিঘি বুজিয়ে ফেলার অভিযোগ তোলা হয়েছে। এটির চারপাশ জবরদখল করে এমনভাবে দোকান সহ নানান নির্মাণ গড়ে উঠেছে যে মাঝে দিঘি আছে সেটাই নতুন প্রজন্মের অনেকে জানেন না।
advertisement
advertisement
রাজ আমলের এই ঐতিহ্যবাহী দিঘি ভরাট নিয়ে স্থানীয় পরিবেশপ্রেমী অতনু বণিক বলেন, দীর্ঘ সময় ধরে নানাভাবে শহরের মাঝে বেশ কিছু রাজ আমলের দিঘি এইভাবেই দখল হয়ে গিয়েছে। এবার এই সাঁওতাল দিঘির পালা। একটা সময় অবৈধভাবে নির্মাণ করে এই দিঘীর ঘাট বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার গোটা দিঘিটাকেই ধীরে ধীরে বুজিয়ে ফেলার চক্রান্ত চলছে। কোচবিহার জেলা প্রসাশন যদি দ্রুত এই বিষয় নিয়ে পদক্ষেপ না নেয় তবে হয়ত অচিরেই হারিয়ে যাবে রাজ আমলের এই ঐতিহ্যবাহী দিঘিটি, এমনই আশঙ্কা প্রকাশ করেন তিনি।
advertisement
আরেক পরিবেশপ্রেমী অর্ধেন্দু বণিক বলেন, রাজ আমলে খনন করা প্রতিটি দিঘির গুরুত্ব আছে। শহরের কোথাও আগুন লাগলে এই দিঘিগুলোর জল কাজে লাগানো যাবে। এদিকে ঐতিহ্যবাহী এই দিঘিগুলি দখল হয়ে যাওয়া নিয়ে পরিবেশপ্রেমীদের পাশাপাশি এলাকার মানুষ ক্ষুব্ধ হলেও মুখে কার্যত কুলুপ এঁটেছে প্রশাসন। তারা এই বিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি।
advertisement
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Coochbehar News: দখল হয়ে যাচ্ছে রাজা আমলের ঐতিহ্যবাহী সাঁওতালদিঘি, হুঁশ নেই প্রশাসনের
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement