South 24 Paraganas News|| ডায়মন্ড হারবার শিয়ালদহ লাইনে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী বৃদ্ধ
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
ডায়মন্ড রেললাইনের লালবাটি গেটের কাছে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক বৃদ্ধ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মৃত বৃদ্ধ মোহন বৈদ্য লালবাটি গ্রামের বাসীন্দা
ডায়মন্ড হারবার: ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক বৃদ্ধ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ডায়মন্ড হারবার লাইনের লালবাটি গেট এলাকায়। মৃত বৃদ্ধ মোহন বৈদ্য (৬৫) স্থানীয় লালবাটি গ্রামের বাসীন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ডায়মন্ড হারবার লালবাটি রেল গেটের কাছে বসেছিলেন ৬৫ বছরের বৃদ্ধ মোহন বৈদ্য। সেই সময় ডায়মন্ড হারবারের দিক থেকে দুপুর ২:৫০ মিনিটের শিয়ালদহ-ডায়মন্ড হারবার আপ ট্রেনটি শিয়ালদহের উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রেন আসায় লালবাটি রেলের গেট বন্ধ করে দেয় রেলগেটের প্রহরী। সেই সময় রেল গেট টপকে চলন্ত ট্রেনের সামনে বৃদ্ধকে ঝাঁপ দিতে দেখেন রেলগেটের প্রহরী।
ট্রেনের সামনে ঝাঁপ দেওয়াতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোহন বৈদ্যের।পরিবারের লোকজন জানায়, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি যার জেরে মানষিক অবসাদে ছিলেন । মঙ্গলবার দুপুরে খাওয়া দাওয়া করার পর বাড়ি থেকে বেরিয়ে আসেন তিনি। এরপরেই নেন চরম সিদ্ধান্ত। ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন তিনি।
আরও পড়ুনঃ যে কোনও মুহূর্তে আক্রান্ত হতে পারে আপনার শিশু, কীভাবে এড়াবেন অ্যাডিনো ভাইরাসের বিপদ
অন্যদিকে, ঘটনার খবর দেওয়া হয় ডায়মন্ড হারবার জিআরপি থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জিআরপির পুলিশকর্মীরা। পাশাপাশি ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দেহ শিয়ালদহে পাঠায় ডায়মন্ড হারবার জিআরপি থানার পুলিশ।
advertisement
advertisement
আনিশ উদ্দিন মোল্লা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Mar 01, 2023 6:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Paraganas News|| ডায়মন্ড হারবার শিয়ালদহ লাইনে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী বৃদ্ধ







