South 24 Parganas News- সংক্রমণ বাড়ায় ভাঙড়ে বাজার বন্ধের সিদ্ধান্ত প্রশাসনের।
- Published by:Samarpita Banerjee
Last Updated:
আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে শতাধিক, ভাঙড়ে বাজার বন্ধের সিদ্ধান্ত প্রশাসনের।
#দক্ষিণ ২৪ পরগনা: স্থানীয় প্রশাসনের তরফ থেকে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার, বিনা মাস্কে জরিমানা করেও কমানো যায়নি সংক্রমণের উর্দ্ধগতি। তাই সংক্রমণের চেন ভাঙতে এবার বাজার বন্ধের সির্দ্ধান্ত নিল প্রশাসন (South 24 Parganas News)। ভাঙড় এক ও দুই নম্বর ব্লক দুটিতেই সপ্তাহে কোনো বাজার একদিন আবার কোনো বাজার দুদিন করে বন্ধ রাখার সির্দ্ধান্ত নিয়েছে ব্লক প্রশাসন। স্থানীয় থানার ও জন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে এই সির্দ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
ভাঙড় এক নম্বর ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে ভাঙড় এক নম্বর ব্লক এলাকায় করোনা আক্রান্ত অ্যাক্টিভ রোগীর সংখ্যা প্রায় ৫৭ জনের উপরে (South 24 Parganas News)। গত দু'এক সপ্তাহ আগে সেই সংখ্যাটা ছিল মাত্র ১০ জন।আবার ভাঙড় দু'নম্বর ব্লকে সংক্রমিত প্রায় ৭৬ জন বাসিন্দা। সব মিলিয়ে দুটি ব্লকের ১০টি গ্রাম পঞ্চায়েত এলাকায় মোট সংক্রমণ সেঞ্চুরি হাঁকিয়েছে। এমনিতেই ভাঙড় এক ও দু'নম্বর ব্লকের বিভিন্ন এলাকা কলকাতা লাগোয়া। তাছাড়া বানতলা চর্মনগরী ব্লক এলাকা গড়ে ওঠার ফলে, শহর ও শহরতলী ছাড়াও বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ এখানে কাজে আসেন। যে কারণে ব্লক এলাকায় দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি মোকাবিলায় তাই জেলা প্রশাসনের নির্দেশে ভাঙড় এক নম্বর ব্লকের বিভিন্ন বাজার, হাট প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, ভাঙড় দু' নম্বর ব্লকের সাতুলিয়া ও পোলেরহাট বাজার প্রতি সোমবার বন্ধ থাকবে। শোনপুর,গাবতলা, নতুনহাট বাজার, চিনিপুকুর বাজার প্রতি মঙ্গলবার বন্ধ থাকবে। পাকাপোল বাজার, বিজয়গঞ্জ বাজার, পীরনগর বাজার ও বেলেদানা বাজার প্রতি বৃহস্পতিবার বন্ধ রাখার সির্দ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। প্রশাসনের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।
advertisement
.
advertisement
প্রশাসন সূত্রে আরও জানানো হয়েছে, যদি এই সিদ্ধান্ত অমান্য করে কেউ দোকান, বাজার খোলা রাখার চেষ্টা করেন তার বিরুদ্ধে ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইন ও ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে (South 24 Parganas News)। এই বিষয়ে ভাঙড় এক নম্বর ব্লকের বিডিও দীপ্যমান মজুমদার বলেন, "হঠাৎ করে ব্লক এলাকায় করোনা সংক্রমণ বেশ কিছুটা বেড়ে গিয়েছে। সেই কারণে পরিস্থিতির মোকাবিলায় এবং চেন ভাঙার জন্য সপ্তাহে দুই দিন বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে"। এই দুই ব্লকে সংক্রমণের চেন ভাঙাই এখন প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ।
advertisement
Rudra Narayan Roy
view commentsLocation :
First Published :
January 17, 2022 9:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News- সংক্রমণ বাড়ায় ভাঙড়ে বাজার বন্ধের সিদ্ধান্ত প্রশাসনের।