South 24 Parganas News: স্কুলে পরীক্ষা দিতে গেল ক্লাস ফোরের মেয়ে, আর বাড়ি ফিরল না 'ছোট্ট খুকি', শোকে পাথর গোটা পাড়া

Last Updated:

বাবার সঙ্গে স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা মৃত্যু হল চতুর্থ শ্রেণীর ছাত্রীর । ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার কৃষ্ণপুর এলাকায়।

বিষ্ণুপুর: বাবার সঙ্গে স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা মৃত্যু হল চতুর্থ শ্রেণীর ছাত্রীর । ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার কৃষ্ণপুর এলাকায়। বিষ্ণুপুরের গোতলাহাট থেকে আমতলার , কৃষ্ণপুর এলাকার বেসরকারি স্কুলে পৌঁছে দিতে সাইকেল নিয়ে আসছিলেন বাবা৷ তাঁর দুই মেয়ের পরীক্ষা ছিল আজ। সেই মতো মেয়েদের সময় মতো স্কুলে পৌঁছে দিতে আসছিলেন বাবা৷
আরও পড়ুন East Medinipur News: মোটা অঙ্কের বেতনে কর্মী নিয়োগ খড়্গপুর IIT-তে
অভিযোগ স্কুলের কিছুটা দূরেই একটি পণ্যবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে সাইকেলে। ঘটনায় সাইকেল থেকে বড় মেয়ে ছিটকে পড়ে । তড়িঘড়ি তাকে উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়৷ সেখানে তাকে নিয়ে আসার পরই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। কান্নায় ফেটে পড়েন বাবা৷ স্কুলে পৌঁছে দিতে গিয়ে আর মেয়েকে বাড়ি ফিরিয়ে নিতে পারলেন না তিনি৷
advertisement
আরও পড়ুন Purba Medinipur News: কোথায় গেল সেই ইলিশ? নেই গন্ধ-স্বাদ! কারণ শুনলে আঁতকে উঠবেন
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ লরিটি প্রচন্ড গতিতে আসছিল৷ ফলে তার কারণেই এই দুর্ঘটনা। ছাত্রীর মৃত্যুর খবর পেয়ে এলাকায় তীব্র উত্তেজনা ছাড়িয়ে পড়ে। এলাকার ক্ষিপ্ত জনতা ভাঙচুর চালায় লরিতে। ঘটনার খবর যায় পুলিশের কাছে৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিষ্ণুপুর থানার পুলিশ ।
advertisement
advertisement
পুলিশকে দেখে স্কুলের অভিভাবকরা ক্ষোভ উগরে দেন। স্কুলের সামনে স্থায়ীভাবে সিভিক ভলেন্টিয়ার মোতায়েনের দাবি জানান তারা। চতুর্থ শ্রেণীর ছাত্রীর মৃত্যুর খবরএ এলাকায় শোকের ছায়া ।
Arpan Mandal
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: স্কুলে পরীক্ষা দিতে গেল ক্লাস ফোরের মেয়ে, আর বাড়ি ফিরল না 'ছোট্ট খুকি', শোকে পাথর গোটা পাড়া
Next Article
advertisement
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
  • Lonvi Biosciences দাবি করেছে তাদের Longevity Pill দিয়ে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে.

  • Longevity Pill-এর প্রধান উপাদান Procyanidin C1 ইঁদুরের আয়ু ৯.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে.

  • বিশেষজ্ঞদের মতে, মানুষের জন্য Longevity Pill-এর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি.

VIEW MORE
advertisement
advertisement