Crime News: দুঃসাহসিক ডাকাতি ক্যানিংয়ে! তরুণীকে বেঁধে রেখে চলল লুঠতরাজ

Last Updated:

Crime News: দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। ক্যানিং থানার দীঘিরপাড় গ্রামের ঘটনা। বিমল প্রামাণিক নামে এক ব্যক্তির বাড়িতে চড়াও হয় তিন সদস্যের ডাকাত দলটি।

তদন্তে পুলিশ 
তদন্তে পুলিশ 
দক্ষিণ ২৪ পরগনা:-হেলমেট পড়ে মুখে কালো কাপড় বেঁধে বাড়িতে ঢুকে এক তরুণীকে হাত পা মুখ বেঁধে রেখে লুটপাট চালায় দুষ্কৃতি দলটি।
ঘরের আলমারি ভেঙে নগদ দশ লক্ষ টাকা-সহ সোনার গহনা, মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় তাঁরা। প্রতিবেশীরা এই তরুণীর গোঙানির শব্দ শুনে সেখানে এসে উদ্ধার করে রাখি প্রামাণিক নামের এই তরুণীকে। এরপর তাঁর পরিবারের বাকি সদস্যদের খবর দেওয়া হয়। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ও ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে।
advertisement
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন রাখি ঘরের সামনে বসেছিলেন। বাড়িতে সেই সময় অন্য কেউই ছিল না। আচমকা তিন যুবক তাঁদের বাড়িতে ঢুকে পড়ে। সকলের মাথায় হেলমেট ছিল। গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে হাত, পা, মুখ বেঁধে ফেলে তারা। এরপর বাড়ির একের পর এক আলমারি-সহ অন্যান্য সামগ্রী তল্লাশি চালিয়ে লুটপাট করতে থাকে। নগদ টাকা, সোনার গহনা ও মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় তাঁরা। ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। এই ঘটনায় কে বা কারা জড়িত আছে তা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Crime News: দুঃসাহসিক ডাকাতি ক্যানিংয়ে! তরুণীকে বেঁধে রেখে চলল লুঠতরাজ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement