Crime News: এ কী পাশবিক! সদ্যোজাত ২ শিশুর মৃতদেহ ফেলে চম্পট মা, দেখেই আঁতকে উঠলেন এলাকাবাসী
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
Crime News: সদ্যজাত ২ শিশুর মৃতদেহ ফেলে পালাল মা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সাগরের নরহরিপুর এলাকায়। এই ঘটনার পর এলাকায় পুলিশ পৌঁছে ওই শিশুদুটির মৃতদেহ উদ্ধার করে।
সাগর: সদ্যোজাত ২ শিশুর মৃতদেহ ফেলে পালাল মা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সাগরের নরহরিপুর এলাকায়। এই ঘটনার পর এলাকায় পুলিশ পৌঁছে ওই শিশু দু’টির মৃতদেহ উদ্ধার করে।প্রথমে স্থানীয়রা একটি কাঠের পোলের নীচে একটি শিশুর দেহ দেখতে পায়। এরপর সেই মৃতদেহ তুলতে গেলে পাশে পড়ে থাকা অপর একটি শিশুর দেহ দেখতে পায় তারা। এরপর স্থানীয়রা থানায় খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে সদ্যোজাত শিশুর মৃতদেহ দু’টিকে উদ্ধার করে। এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে জড়ো হতে থাকেন স্থানীয় বাসিন্দারা। শুরু হয় মৃতদেহ শনাক্তকরণের কাজ। এছাড়াও চলতে থাকে বিভিন্ন জল্পনা।তবে এখনও পর্যন্ত মৃত শিশু দ্বয়ের পিতা-মাতার পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি মৃত শিশু দ্বয়ের পিতা-মাতা এলাকার কোনও মানুষ নন। বাইরের কেউ এসে পোল থেকে শিশু দু’টিকে খালে ফেলে দিয়ে গিয়েছে।
advertisement
advertisement
এরপর কোনও ভাবে ভাসতে ভাসতে মৃতদেহ দুটি এসেছে ওই এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ দুটি ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ সূত্রে খবর, শিশুদের পিতা-মাতাকে কোনওভাবে শনাক্ত করা যায়নি। কেন এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি খুন না অন্যকিছু তা ময়নাতদন্তের রিপোর্ট আসলেই পরিষ্কার হবে বলে জানিয়েছেন তাঁরা।
advertisement
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 22, 2023 2:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Crime News: এ কী পাশবিক! সদ্যোজাত ২ শিশুর মৃতদেহ ফেলে চম্পট মা, দেখেই আঁতকে উঠলেন এলাকাবাসী