South 24Parganas News: শীতের শুরুতেই সার্কাসের তাঁবু! সার্কাসের বিশেষ আকর্ষণ কী জানেন?
Last Updated:
লকডাউনের পর সব ওলোট পালট হয়ে যায়। বন্ধ হয়ে যায় সার্কাস। কেউ হয়ে যায় দিনমজুর। কেউ বা টোটো-অটো চালিয়ে দিন উপার্জনে নেমে পড়ে। কমে যায় সার্কাসে খেলোয়াড়ের সংখ্যা।
#বারুইপুর: বারুইপুরে সার্কাসে ভরসা ৫ আফ্রিকানের আকর্ষণীয় খেলা।রাজের অন্যতম বিনোদন শিল্পের নাম ছিল সার্কাস। আর সেই সার্কাস শিল্প আজ প্রায় মৃত প্রায়। শীত পড়লেই শহর থেকে জেলা বিভিন্ন জায়গাতেই সার্কাস তাঁবু খাটায়। আগে বাঘ, সিংহ, হাতি ও অন্যান্য জীবজন্তুর খেলা দেখতে সার্কাসে ভিড় জমাতেন সাধারণ মানুষ। পরপর দু'বছর করোনা আর তার উপরে সার্কাসে বন্ধ হয়ে গিয়েছে সমস্ত ধরনের জীবজন্তুর খেলা। যা দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ভিড় জমাতেন সার্কাসের তাঁবুতে। বারুইপুর রাস মাঠে রাস উপলক্ষ্যে বসেছে রাসের মেলা। আর সেখানেই এসেছে সার্কাস।
আরও পড়ুন East Medinipur News: শিক্ষা দফতরের গোডাউনে ছাগল! বইয়ের উপর বসে করছে যাচ্ছেতাই কাণ্ড
তার উপরে লকডাউনের পর সব ওলোট পালট হয়ে যায়। বন্ধ হয়ে যায় সার্কাস। কেউ হয়ে যায় দিনমজুর। কেউ বা টোটো-অটো চালিয়ে দিন উপার্জনে নেমে পড়ে। কমে যায় সার্কাসে খেলোয়াড়ের সংখ্যা। পরে তাঁদের জায়গা নিয়েছে বিদেশীরা। বারুইপুরের এবছর সার্কাসে ৫ আফ্রিকান তাঁদের আকর্ষণীয় শারীরিক কসরতের খেলায় করতেন আসর মাত। সঙ্গে রয়েছে কিছু যুবক-যুবতীদের নানা ব্যালেন্সি-এর চমকীয় খেলা।গানের সঙ্গে নাচের তালে তালে ৫ আফ্রিকানদের খেলা দর্শকদের মন ভরাচ্ছে। অন্ধকারের মধ্যেই গ্লোবের মধ্যে কয়েকজন যুবকের দুরন্ত বাইক রেস, যুবক-যুবতীদের কখনও দড়ির উপরে উঠে জীবনের ঝুঁকি নিয়ে ব্যালান্সিং আছে আকর্ষণের তালিকায়।এমনিতেই নিষেধাজ্ঞা জেরে জীবজন্তুর খেলা বন্ধ, শুধু কি দর্শক ব্যালেন্স আর জিমনাস্টিকের খেলা দেখতে ভির জমাবেন তাঁবুতে নাকি অন্যান্য অনেক শিল্পের মতই বন্ধ হয়ে যাবে এই শিল্প। সেটাই বড় প্রশ্ন।
advertisement
সুমন সাহা
advertisement
Location :
First Published :
November 17, 2022 6:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24Parganas News: শীতের শুরুতেই সার্কাসের তাঁবু! সার্কাসের বিশেষ আকর্ষণ কী জানেন?