South 24 Parganas News: কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে পাথরপ্রতিমায় চলল শিশু সংসদ নির্বাচন!
- Reported by:NAWAB AYATULLA MALLICK
- hyperlocal
- Published by:sipra roy
Last Updated:
পাথরপ্রতিমার স্কুলে চলছে ভোটগ্রহণ। লাইন দিয়ে ভোট দিচ্ছে ছাত্র-ছাত্রীরা। সেই নির্বাচন সুষ্ঠভাবে পরিচালনা করতে রয়েছে খুদে কেন্দ্রীয় বাহিনী।
পাথরপ্রতিমা: স্কুলে চলছে ভোটগ্রহণ। লাইন দিয়ে ভোট দিচ্ছে ছাত্র-ছাত্রীরা। সেই নির্বাচন সুষ্ঠভাবে পরিচালনা করতে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। এমন ছবি দেখা গেল পাথরপ্রতিমার একটি স্কুলে।
২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। আর ঠিক তখনই, দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের উত্তরাবাদ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে শিশু সংসদ নির্বাচন হয়।
advertisement
তবে এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আসল নয়, সবাই স্কুলের খুদে পড়ুয়া। জওয়ানদের পোশাক পরে হাতে খেলনা একে৪৭ ধরে সুষ্ঠু নির্বাচনের দায়িত্বে থাকা এই সব খুদেদের দেখলে বোঝা ভার আসল না নকল। গুরুগম্ভীর ভঙ্গীমায় অতন্ত দায়িত্বশীল ভবে তারা পালন করছে তাদের দায়িত্ব। এই স্কুলে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৪৫২ জন ছাত্র-ছাত্রী রয়েছে, শিক্ষক-শিক্ষিকার সংখ্যা ৯ । ২০০৯ শিক্ষা বিল অনুসারে এই নির্বাচন করা হয়।
advertisement
নির্বাচনী বিধি মেনে, ভোটার স্লিপ, ব্যালট পেপার, ব্যালট বাক্স, প্রিসাইডিং অফিসার, ফার্স্ট, সেকেন্ড ও থার্ড পোলিং অফিসার সহ সমস্ত বিধি মেনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এখানে নমিনেশন ফাইল ও করে ছাত্র-ছাত্রীরা। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশমন্ত্রী সহ একাধিক পদে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
নির্বাচিত শিশুরা স্কুলের বিভিন্ন কাজে সহযোগিতা করবে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের বিভিন্ন অসুবিধা তারা লক্ষ রাখবে।
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Mar 09, 2024 11:01 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে পাথরপ্রতিমায় চলল শিশু সংসদ নির্বাচন!









