South 24Parganas Pakora: মাত্র আড়াই টাকায় চিকেন পকোড়া! অবিশ্বাস্য এই সুযোগ কোথায়, জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Chicken Pakora: শুনতে অবাক হচ্ছেন কিন্তু সত্যি। শুধু আড়াই টাকার পকোড়া নয়, সঙ্গে পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি
সুমন সাহা, জয়নগর : হ্যাঁ এবার আড়াই টাকার পকোড়া পাওয়া যাচ্ছে জয়নগরে । শুনতে অবাক হচ্ছেন কিন্তু সত্যি। শুধু আড়াই টাকার পকোড়া নয়, সঙ্গে পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি।
আজকের দিনে দাঁড়িয়ে আড়াই টাকার পকোড়া, জুলি মেরা ভার। সারাদিনে পকোড়া দিতে গিয়ে হিমসিম খাচ্ছে এই যুবক। প্রতিদিন কুড়ি থেকে পঁচিশ কেজি চিকেন পকোড়া হোম ডেলিভারি দিতে হচ্ছে তাঁকে। পকোড়া বিক্রেতা জানিয়েছেন, " আমি অল্পেই খুশি, তার কারণ আমি একজন বেকার যুবক। সেভাবে কোন কাজকর্ম করতাম না। আমার মাথায় আইডিয়া আছে যদি কম টাকা দিয়ে বেশি সেল করতে পারি তা হলে একটা লাভের জায়গায় আসা যাবে। সেই কথা ভেবে আমি নিজে ব্যবসা নিজেই শুরু করলাম। প্রথমদিকে পাঁচ থেকে দশ কেজি চিকেনের পকোড়া সেল করতাম। কিন্তু এখন প্রতিদিন ২৫ থেকে ৩০ কেজি পকোড়া আমার সেল হয়।"
advertisement
আরও পড়ুন : মেছো, গেছো, শাকচুন্নি বা ব্রহ্মদত্যি হাজির মেলায়! গ্রামীণ মেলায় ভূত দেখতে ভিড় জমাচ্ছেন মানুষ
" আমি কম লাভ করে বেশি সেল করে ব্যবসাটাকে বাঁচিয়ে রেখেছি। আমার চিন্তাভাবনা আছে কrভাবে কম পয়সা খরচ করে মানুষের কাছে পৌঁছে গিয়ে অল্প লাভে বেশি বিক্রি করে ব্যবসা করা যায়। সারাদিনে প্রচুর মানুষ আমাকে ফোন করে অর্ডার দেন, আমি সময়মতো তাঁদের কাছে পৌঁছে গিয়ে তাদের পকোড়া ডেলিভারি করে দিই।"
advertisement
advertisement
আরও পড়ুন : ইচ্ছেশক্তির কাছে হার দারিদ্রের, ম্যাজিক বুক অব রেকর্ডসে নাম মনোময়ের
view commentsএ বিষয়ে এক ক্রেতা জানিয়েছেন " আড়াই টাকার বিনিময়ে পকোড়া পাচ্ছি, সঙ্গে হোম ডেলিভারি। খুব ভাল লাগছে এমন পরিষেবা। ওই ব্যবসাদার আরও বড় হোক, আমার তরফ থেকে শুভেচ্ছা রইল।"
Location :
First Published :
December 19, 2022 4:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24Parganas Pakora: মাত্র আড়াই টাকায় চিকেন পকোড়া! অবিশ্বাস্য এই সুযোগ কোথায়, জানুন