Murshidabad News: ইচ্ছেশক্তির কাছে হার দারিদ্রের, ম্যাজিক বুক অব রেকর্ডসে নাম মনোময়ের
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Murshidabad News: কথায় আছে ইচ্ছে শক্তি আর সাহসিকতার জেরে অনেক কঠিন জিনিসও হার মেনে যায়, মাথা নত করে প্রতিবন্ধকতাও।
কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ: কথায় আছে ইচ্ছেশক্তি আর সাহসিকতার জেরে অনেক কঠিন জিনিসও হার মেনে যায় মাথা নত করে প্রতিবন্ধকতাও। হোক না সে মধ্যবিত্ত বা নুন আনতে পান্তা ফুরানো পরিবার। প্রতিভা থাকলে সে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধেও সঙ্গে টেক্কা দিতে পারে অনায়সে। কিছু কিছু মানুষ দরিদ্র পরিবারে জন্ম নিলেও ভাগ্যের সহায়তাই কিছু প্রতিভা নিয়েই জন্মায়। ঠিক তেমনই এক উজ্জ্বল প্রতিভার গল্প নিয়ে এই প্রতিবেদন।
এই প্রথম ম্যাজিক বুক অব রেকর্ডস ২০২২ অ্যাওয়ার্ড এল ধুলিয়ানে। খুশি ধুলিয়ানবাসী। এই প্ৰথম সামশেরগঞ্জের যুবক ম্যাজিক বুক অব রেকর্ডস ২০২২-এ নিজের নাম তুললেন। সামশেরগঞ্জ ধুলিয়ান শহরের মালঞ্চ গ্ৰামের বাসিন্দা মনোময় দাস। বিগত চার বছর ধরে ছবি আঁকার পর অদম্য প্রয়াসে এবার ম্যাজিক বুক অফ রেকর্ডস এ নাম তুলে চমকে দিলেন ধুলিয়ানবাসীকে।
advertisement
আরও পড়ুন : ট্রেনের কামরায় ছিল বস্তা, হয়ে গেল সজারু! লক্ষ টাকা হাতবদলের আগেই গ্রেফতার ৩
যদিও মধ্যেবিত্ত পরিবার, রোজগারের উৎস একটি পোলট্রি মুরগির দোকান, ও মায়ের বিড়ি বাঁধার টাকা।তবুও সব কিছু হার মানিয়ে আজ জনসমক্ষে দৃষ্টান্ত তৈরি করল মনোময় দাস। লড়াই সহজ না হলেও আজকের প্রাপ্তি যেন সব কষ্টকে ধুয়ে মুছে সাফ করে দেই এক নিমেষে। তাই মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়ে নিজের ইচ্ছাশক্তি ও মা বাবার আশীর্বাদ এবং মাস্টার মশাইয়ের সাপোর্ট আজ অনেক দূর নিয়ে গিয়েছে মন্ময় দাসকে।যদিও তাঁর ইচ্ছে এলাকাবাসীকো শিল্পকলার গুরুত্ব বোঝানো। সেই লক্ষ্যেই তাঁর অদম্য প্রয়াস।
advertisement
Location :
First Published :
Dec 19, 2022 12:02 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ইচ্ছেশক্তির কাছে হার দারিদ্রের, ম্যাজিক বুক অব রেকর্ডসে নাম মনোময়ের









