South 24 Parganas News : শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে ভয়াবহ ঘটনা! নাবালিকা প্রেমিকার চুল কাটল প্রেমিক ও পরিবার

Last Updated:

South 24 Parganas News : শেখ রাজ নাবালিকা প্রেমিকাকে নিজের বাড়িতে ডেকে পাঠান। সেখানে জোর করে তার সঙ্গে ফাঁকা বাড়িতে শারীরিক সম্পর্ক তৈরি করেন। নাবালিকা প্রেমিকা পরিবারের লোকের কাছে সব জানিয়ে দেন।

বারুইপুর থানা
বারুইপুর থানা
বারুইপুর: বিয়ের কথা বলায় নাবালিকাকে চোরের অপবাদ দিয়ে মারধর ও মাথার চুল কেটে নেওয়ার অভিযোগ প্রেমিক ও তাঁর মায়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে দেড় বছর আগে নাবালিকা প্রেমিকার সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয় মল্লিকপুরের শেখ রাজের। অভিযোগ, তারপর একদিন শেখ রাজ নাবালিকা প্রেমিকাকে নিজের বাড়িতে ডেকে পাঠান। সেখানে জোর করে তার সঙ্গে ফাঁকা বাড়িতে শারীরিক সম্পর্ক তৈরি করেন। নাবালিকা প্রেমিকা পরিবারের লোকের কাছে সব জানিয়ে দেন। নাবালিকার পরিবার থানায় অভিযোগ জানাবার জন্য উদ্যোগী হলে প্রেমিক শেখ রাজের পরিবার নাবালিকাকে ঘরের বউ করে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়। তারপর থেকেই ধারাবাহিকভাবে নাবালিকা তাঁর প্রেমিক শেখ রাজের বাড়িতে যাতায়াত করতেন।
একাধিকবার তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক স্থাপন হয়েছে। কিছুদিন আগে নাবালিকা তাঁর প্রেমিককে বিয়ে করার জন্য চাপ দেন। কারণ কিছুদিনের মধ্যেই তিনি ১৮ বছরে পা দেবেন। তারপর থেকেই প্রেমিকের পরিবার ওই নাবালিকার উপর অত্যাচার করতে থাকে।
advertisement
advertisement
বৃহস্পতিবার সন্ধ্যায় নাবালিকাকে প্রেমিক তাঁর বাড়িতে ডেকে পাঠান। তাঁকে আলমারি থেকে টাকা বার করতে বলে পিছন থেকে ভিডিও রেকর্ডিং করেন এবং তারপরেই তাঁকে চোর অপবাদ দিয়ে ঘরের মধ্যে বেধড়ক মারধর করেন প্রেমিক ও তাঁর মা মিনা বেগম। সেখান থেকে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে গিয়ে প্রকাশ্যে প্রতিবেশীদের সামনে তাঁর মাথার চুল কেটে দেন। শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন ওই নাবালিকা।
advertisement
যাঁর সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলেন, তিনি ও তাঁর পরিবার তাঁর ওপর যে অমানবিক পাশবিক অত্যাচার করেছেন তাঁর জেরে তিনি এখনও ভয়ে ও আতঙ্কে রয়েছেন। ইতিমধ্যে শুক্রবার সকালে নাবালিকা প্রেমিকার মাথার চুল কাটার ভিডিও ভাইরাল করে দেন প্রেমিক। শুক্রবার সকালেই নাবালিকার পরিবার বারুইপুর থানায় প্রেমিক শেখ রাজ, তাঁর মা মিনা বেগম ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। তদন্ত শুরু করে প্রেমিক শেখ রাজ ও তাঁর মা মিনা বেগমকে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ। প্রেমিক ও তাঁর মায়ের কঠোর থেকে কঠোর শাস্তির দাবি জানিয়েছে নাবালিকা ও তাঁর পরিবারের লোকজন।
advertisement
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে ভয়াবহ ঘটনা! নাবালিকা প্রেমিকার চুল কাটল প্রেমিক ও পরিবার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement