South 24 Parganas News: বিডিও ও আইসি-র হাড্ডাহাড্ডি লড়াই দক্ষিণ বারাসতে

Last Updated:

জয়নগর ১ নং ব্লক প্রশাসনের উদ্যোগে জয়নগর ১ নং বিডিও একাদশ ও জয়নগর থানা একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ হয়ে গেল জয়নগর থানার দক্ষিন বারাসত ফুটবল মাঠে।

+
খেলার

খেলার মাঠে বিডিও আই সি

দক্ষিণ ২৪পরগনা: সামনে লোকসভা নির্বাচন। চলছে তাঁরই প্রস্তুতি। ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফে নির্বাচন সংক্রান্ত সব ধরনের কাজ সেরে ফেলেছে।যে কোনো সময়ে ভোটের নির্ঘন্ট প্রকাশ হতে পারে। আর নতুন ভোটার ও মহিলা ভোটারদের ভোটদানের প্রতি আগ্রহ বাড়াতে ইতিমধ্যে বিভিন্ন ভাবে প্রচারে নেমে পড়েছে নির্বাচন কমিশন। আর তাঁরই অঙ্গ হিসাবে জয়নগর ১ নং ব্লক প্রশাসনের উদ্যোগে জয়নগর ১ নং বিডিও একাদশ ও জয়নগর থানা একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ হয়ে গেল জয়নগর থানার দক্ষিন বারাসত ফুটবল মাঠে।
এদিন জয়নগর ১ নং ব্লকের বিডিও পূর্ণেন্দু স্যানাল বিডিও একাদশের অধিনায়ক হিসেবে মাঠে নামেন অপর দিকে জয়নগর থানা একাদশের অধিনায়ক হিসেবে আই সি পার্থ সারথি পাল মাঠে নামেন।এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং নেন বিডিও একাদশ।তাঁরা নির্ধারিত দশ ওভারে সাত উইকেটে ১১৮ রান করে। আর এই রানের জবাবে মাঠে নেমে জয়নগর থানা একাদশ নির্ধারিত ১০ ওভারে ১১৭ রান করে ৮ উইকেট হারিয়ে।এদিন এই খেলা দেখতে মাঠে উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহিত করেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস, জয়নগর ১ নং ব্লকের জয়েন্ট বিডিও তনয় মুখার্জি।
advertisement
advertisement
আরও পড়ুন:  চিংড়ি ধরতে গিয়ে জালে দৈত্যাকার প্রাণী! কাকদ্বীপে ১০০ কেজির ওটা কী ধরলেন মৎস্যজীবী!
মুলত নতুন ভোটার ও মহিলা ভোটারদের ভোট দানের প্রতি আগ্রহ বাড়াতে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে বিভিন্ন ধরনের সচেতনতা মূলক প্রচার কর্মসূচি পালন করা হচ্ছে। আর তারই অঙ্গ হিসাবে এদিন এই ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হয়। এ ছাড়া সামনে ভোট সবাই ব্যস্ত হয়ে পড়বে। আর তাই বিডিও ও থানার মধ্যে কাজের মেল বন্ধন বাড়াতে ও নিজেদের মধ্যে যোগাযোগ বাড়াতে এই ধরনের খেলার প্রয়োজন আছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
আর এদিনের এই খেলা দেখতে মাঘের শীতের রৌদ্রে বহু দর্শক উপস্থিত ছিলেন মাঠে। এদিন বিজয়ী ও পরাজিত দলকে ট্রফি তুলে দেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস সহ অন্যান্যরা।
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বিডিও ও আইসি-র হাড্ডাহাড্ডি লড়াই দক্ষিণ বারাসতে
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement