Panchayat Election 2023: সজল ঘোষের সামনেই ক্যানিংয়ে বেধড়ক মার বিজেপি কর্মীদের! মনোনয়ন পেশ ঘিরে অশান্ত বাংলা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUMAN SAHA
Last Updated:
মঙ্গলবার ক্যানিং বিডিও অফিসে বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিতে যেতেই তাঁদের উপর হামলা হয়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল ও সজল ঘোষ।
দক্ষিণ ২৪ পরগনা: বিজেপির বলিয়ে কইয়ে নেতা তথা কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষের সামনেই রক্ত ঝরল দলীয় কর্মীদের। পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়া ঘিরে মঙ্গলবার রক্তাক্ত হয়ে উঠল ক্যানিং। গেরুয়া শিবিরের অভিযোগ তাদের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে গেলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আক্রমণ করে। তাতে বহু দলীয় কর্মী সমর্থকের মাথা ফেটেছে, হাত ভেঙেছে বলে বিজেপির দাবি।
আরও পড়ুন: সেই রানিনগরে মনোনয়ন জমায় ‘রামধনু’ জোট! প্রথম দিন তৃণমূল-সিপিএম সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল এলাকা
মঙ্গলবার ক্যানিং বিডিও অফিসে বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিতে যেতেই তাঁদের উপর হামলা হয়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল ও সজল ঘোষ। তাঁদের সামনেই বিজেপি কর্মী সমর্থকদের বেধড়ক মারা হয় বলে অভিযোগ। এই ঘটনায় রীতিমতো রক্তাক্ত হয়ে ওঠে পথ।
advertisement
advertisement
গোটা ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ বিজেপি নেতা সজল ঘোষ। তিনি এই ঘটনায় সরাসরি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, ভাইপো দেখুন এটাই কী পশ্চিমবঙ্গের গণতন্ত্র? কীভাবে বিরোধী কর্মী-সমর্থকদের মারধর করছে আপনার দলের কর্মীরা দেখুন। ভয় দেখিয়ে মেরে বিজেপিকে আটকানো যাবে না। পঞ্চায়েত নির্বাচনে মানুষ এর যোগ্য জবাব দেবে বলে দাবি করেন সজল ঘোষ। ভয় পেয়ে তৃণমূল বিরোধীদের মনোনয়ন জমা দিতে বাধা দিচ্ছে বলে অভিযোগ তাঁর।
advertisement
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 13, 2023 5:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Panchayat Election 2023: সজল ঘোষের সামনেই ক্যানিংয়ে বেধড়ক মার বিজেপি কর্মীদের! মনোনয়ন পেশ ঘিরে অশান্ত বাংলা