South 24 Parganas News: কালীপুজোর আগে বড়সড় সাফল্য বারুইপুর পুলিশের, উদ্ধার নিষিদ্ধ বাজি গ্রেফতার ৪
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
সবেমাত্র শেষ হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো বাঙালি বারোমাসে তেরো পার্বণ লেগে থাকে । তার মধ্যেই কোজাগরি লক্ষ্মী পূজাতে উঠেছে আপামোর বাঙালি । আর মাত্র কয়েকদিন পরে দীপাবলি অর্থাৎ কালীপুজো আবারো বাঙালি মেতে উঠবে কালী পুজোতে।
#বারুইপুর : সবেমাত্র শেষ হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো বাঙালি বারোমাসে তেরো পার্বণ লেগে থাকে । তার মধ্যেই কোজাগরি লক্ষ্মী পূজাতে উঠেছে আপামোর বাঙালি । আর মাত্র কয়েকদিন পরে দীপাবলি অর্থাৎ কালীপুজো, আবারো বাঙালি মেতে উঠবে কালী পুজোতে। রাজ্য সরকার বারবার বিভিন্ন প্রচারের মাধ্যমে শব্দবাজি ফাটানোনিষেধ করে আসছে। আমরা জানি দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানা এলাকার চাম্পাহাটির হারালে প্রচুর বাজি তৈরির কারখানা আছে এবং সেখান থেকেই দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন এলাকার বিভিন্ন বাজি বিক্রয় করা হয়।
কালী পুজোর আগে চাম্পাহাটি এলাকায় বহু মানুষ এখানে বাজি কিনতে আসে। তবে কালি পুজোর আগেই বারুইপুর পুলিশ জেলার উদ্যোগে এই চাম্পাহাটি হারাল এলাকায় পুলিশের নাকা চেকিং শুরু হয়ে গিয়েছে যাতে এই সমস্ত এলাকা থেকে শব্দবাজি ও নিষিদ্ধ বাজি কোন রকম ভাবে মানুষ না নিয়ে যেতে পারে। এই নাকা চেকিং করতে গিয়েই গোপন সূত্রে খবর পেয়ে প্রায় পাঁচ লক্ষ টাকার নিষিদ্ধ বাজি উদ্ধার করল পুলিশ, গ্রেফতার করা হল চারজনকে।
advertisement
advertisement
সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর কাটাখাল এলাকা থেকে দুটি মোটর ভ্যান ও একটি অটো থেকে এই বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি আটক করে বারুইপুর থানার পুলিশ। উদ্ধার হয়েছে বিপুল পরিমান নিষিদ্ধ শব্দবাজি। উদ্ধার হয়েছে প্রায় ৭০হাজার চকলেট বোমা,কয়েক হাজার দোদোমা ও কালি পটকা। উদ্ধার হয়েছে হাজার হাজার নিষিদ্ধ আতস বাজিও। যার মধ্যে রয়েছে সেল, রকেট, রং মশাল, তুবড়ি, সাপ বাজি ও আরো অন্যান্য নিষিদ্ধ বাজি।
advertisement
Suman Saha
Location :
First Published :
October 11, 2022 1:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: কালীপুজোর আগে বড়সড় সাফল্য বারুইপুর পুলিশের, উদ্ধার নিষিদ্ধ বাজি গ্রেফতার ৪