Dragon Tree: ছাদে লাগিয়ে ছিলেন ড্রাগন, বাড়ি সেজে উঠেছে সেই গাছেই!
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Sipra Roy
Last Updated:
শখ করে বাড়ির ছাদে ড্রাগন গাছ লাগিয়েছিলেন রায়দিঘির কাদের গাজী। কিন্তু সেই গাছ একসময় ঘরের শোভা বাড়াবে তা ভাবতে পারেননি তিনি।
দক্ষিণ ২৪ পরগনা: শখ করে বাড়ির ছাদে ড্রাগন গাছ লাগিয়েছিলেন রায়দিঘির এক যুবক কাদের গাজী। কিন্তু সেই গাছ একসময় ঘরের শোভা বাড়াবে তা ভাবতে পারেননি তিনি। এখন সেই গাছ ছাদ বেয়ে নেমে আসছে নীচের দিকে। সাধারণত ড্রাগন গাছ বাগানে বসায় অনেকে। জায়গার অভাবে ছাদেও বসান অনেকেই। কাদের ওরকমভাবেই ছাদে লাগিয়েছিলেন। এখন সেই গাছে প্রচুর ফলন ও ঘরের সৌন্দর্য বৃদ্ধি হওয়ায় অনেকেই তার সেই গাছ দেখতে আসছেন। ব্যবসায়িক ভাবে এই গাছের চাষ করা যায়, যা অত্যন্ত লাভজনক। আবার বাড়ির ছাদবাগানেও এর চাষ করা যেতে পারে। শীত শেষের পরে পরেই গাছ লাগাতে হবে। এক থেকে দেড় বছর সময় লাগে প্রথম ফল আসতে।
আরও পড়ুন: দুই হাতে ধরতে পারবেন না! এতই বড় পেট মোটা ইলিশ! জাল টেনে তুলতে হিমশিম, বিক্রি হল সোনার দামে!
আড়াই তিন বছর পর থেকে ভাল ভাবে ফল ধরতে থাকে। ছাদের বাগানে এই গাছ লাগাতে চাইলে অল্প সংখ্যক চারা রোপণ করতে হবে। ড্রাগন চাষে ভাললাভ মিলবে জানিয়েছেন রাজু মোল্লা নামের এক ব্যবসায়ী। তিনি আরও জানিয়েছেন। ছাদে গাছ লাগালে একটা অবলম্বন লাগবে, যা বেয়ে গাছটি উঠতে পারে। এই গাছের গা থেকে শিকড়ের মতো বেরোয়, যা সেই অবলম্বনকে জড়িয়ে ধরে বাড়তে থাকে।তিন সাড়ে তিন ফুট ওঠার পরে গাছটি আবার ঘুরে নীচের দিকে নেমে আসার ব্যবস্থা করতে হবে। কারণ গাছটিকে আর লম্বা হতে দেওয়া যাবে না। কাদেরের মত আপনিও বাড়িতে এই গাছ বসিয়ে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর দেরি কিসের বাড়ির ছাদে বসিয়ে ফেলুন এই গাছ।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 24, 2024 5:43 PM IST






