South 24 Parganas News : দীর্ঘ চেষ্টার পর নিভল আগুন! স্বস্তি বকখালি জঙ্গলে

Last Updated:

দীর্ঘ চেষ্টার পর বকখালির জঙ্গলে নিভল আগুন। সোমবার এই আগুন লাগার পর থেকেই আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছিল প্রশাসন। দীর্ঘক্ষণের চেষ্টার পর মঙ্গলবার সেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা গিয়েছে।

নিভল আগুন 
নিভল আগুন 
বকখালি: দীর্ঘ চেষ্টার পর বকখালির জঙ্গলে নিভল আগুন। সোমবার এই আগুন লাগার পর থেকেই আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছিল প্রশাসন। দীর্ঘক্ষণের চেষ্টার পর মঙ্গলবার সেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা গিয়েছে।
তবে ঠিক কীভাবে এই আগুন লেগেছিল তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে জঙ্গলের মধ্যেই কেউ আগুন লাগায় বলে অনুমান করা হচ্ছে। আগুন নেভানোর পর আগুন লাগানোর মূল কারণ অনুসন্ধান করছে প্রশাসন।
advertisement
মঙ্গলবার বন দফতরের একাধিক আধিকারিক সেখানে উপস্থিত ছিলেন। মূলত শীতের শেষে বকখালির এই বন একেবারে শুষ্ক ছিল। সেই সঙ্গে ঝাউবনের পাতা পড়ে দাহ্য পদার্থে পরিণত হয়েছিল। সেজন্য দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
advertisement
আগুন লাগার পর স্থানীয় বাসিন্দা, সিভিল ডিফেন্সের কর্মী, বনকর্মী, স্থানীয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুন নেভাতে সেখানে উপস্থিত হয় ফায়ার ব্রিগেডের কর্মীরা।
অবশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় বকখালির জঙ্গলের আগুন নেভানো সম্ভব হয় । এ নিয়ে সহ বিভাগীয় বন আধিকারিক চিন্ময় বর্মণ জানান,  ' আগুন লাগার ফলে কতটা ক্ষতি হয়েছে, তা নিরূপণ করতে আরও একটু সময় লাগবে। আগুন লাগার ফলে কোনো প্রাণীর মৃত্যু হয়েছে কিনা তা এখনও পর্যন্ত চোখে পড়েনি। ভবিষ্যতে জঙ্গলে কেউ যাতে প্রবেশ না করে, সেজন্য সকলকে সতর্ক করা হবে।'
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : দীর্ঘ চেষ্টার পর নিভল আগুন! স্বস্তি বকখালি জঙ্গলে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement