Hooghly News: সরকারি ছুটিতেও খোলা স্কুল, চলছে পড়াশোনা ও মিড ডে মিলের রান্নাবান্না

Last Updated:

সরকারি ছুটিতেও খোলা স্কুল । চলছে পড়াশোনা ও মিড ডে মিলের রান্না বান্না।

+
স্কুলের

স্কুলের ছবি

আরামবাগ: সরকারি ছুটিতেও খোলা স্কুল । চলছে পড়াশোনা ও মিড ডে মিলের রান্নাবান্না।মঙ্গলবার হুগলি জেলার আরামবাগ হাইস্কুলে দেখা গেল এমনই ছবি। স্কুল খোলা থাকায় বিভ্রান্তি ছড়াল অভিভাবক ও ছাত্রদের। উল্লেখ্য পণ্ডিত পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে রাজ্যজুড়ে সরকারিভাবে দিনটাকে ছুটি ঘোষণা করেছে।বিভিন্ন স্কুল ছুটি থাকলেও ব্যতিক্রম দেখা গেল গেল আরামবাগ হাই স্কুলে।
প্রথমে স্কুলে কোন নোটিশ দেওয়া হয়নি বলে জানা যায় । তারপর ছাত্র-ছাত্রীদের গ্রুপে জানিয়ে দেওয়া হয় যে স্কুল খোলা আছে। প্রতিদিনের মতোই স্কুলের পঠনপাঠন থেকে থেকে শুরু করে মিড ডে মিলের রান্নাবান্না পর্যন্ত হতে দেখা যায় আরামবাগ হাইস্কুলে।
advertisement
advertisement
এই বিষয়ে প্রধান শিক্ষক বলেন,  'স্কুলের একটা একাডেমি কাউন্সিল আছে যখন ছুটির হিসাব প্রথমে অ্যাপ্রুভ হয় তখন ৬৫ দিনের ছুটির একটি লিস্ট করা হয়েছে। কিন্তু পঞ্চানন বর্মার জন্মদিন হিসাবে কোনও ছুটি নেই।'  মূলত যে লিস্ট তৈরি করেছি তার মধ্যেই এই ছুটি ছিল না বলে বলে জানিয়েছেন তিনি।
advertisement
স্কুলের এক ছাত্র জানায়, 'সব স্কুল বন্ধ থাকলেও আমাদের স্কুল খোলা আছে। প্রধান শিক্ষক প্রত্যেকটি হোয়াটস্যাপ গ্রুপে জানিয়ে দিয়েছিলেন মঙ্গলবার স্কুল খোলা থাকবে। প্রতিদিনের মতো স্কুলে ক্লাস থেকে মিড ডে মিল সবই করানো হয়েছে।'
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: সরকারি ছুটিতেও খোলা স্কুল, চলছে পড়াশোনা ও মিড ডে মিলের রান্নাবান্না
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement