South 24 Parganas News: এই রাস্তায় যেন দুর্ঘটনা নিত্য সঙ্গী! কয়েক মাসে প্রাণ গেছে ৫ জনের
- Reported by:SUMAN SAHA
- hyperlocal
Last Updated:
South 24 Parganas News: পুলিশের পক্ষ থেকে অনেক ধরনের পদক্ষেপ করা হয়েছে। কুলপি রোডের বেশ কিছু জায়গায় লাগানো হয়েছে স্পিড ব্রেকার এবং বেশ কিছু মোড়ে মোড়ে পুলিশি নাকা চেকিং।
জয়নগর: কোনও ভাবেই দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না কুলপি রোডে। জয়নগর কুলপি রোডে ফের দুর্ঘটনা। এ দিন রাতে জয়নগর থানার জয়নগর মজিলপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডের উওরপাড়া মোড়ে একটি সাইকেল ও একটি মোটর সাইকেলের মধ্যে সংঘর্ষ ঘটে। আর তাতে এক মোটর সাইকেল আরোহী ও এক সাইকেল চালক গুরুতর আহত হন। দু’জন ভর্তি স্থানীয় বেসরকারি নার্সিংহোমে।
আহত দু’জনের মধ্যে সাইকেল চালক আবু কাহার। বাড়ি জয়নগর থানার উওর গোলাবাড়ি এলাকায় ও মোটর সাইকেল চালক আবু তাহের গাজী, বাড়ি জয়নগর থানার রামকৃষ্ণপুর এলাকায়। আহতদের চিকিৎসা চলছে স্থানীয় নার্সিংহোমে। আর এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জয়নগর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
advertisement
গত কয়েক মাসের এই কুলপি রোডের জয়নগর থানা এলাকায় দুর্ঘটনার জেরে প্রাণ গিয়েছে চার থেকে পাঁচজনের। কেউ হারিয়েছে সন্তান, কেউ হারিয়েছেন মাকে। তবে পুলিশের পক্ষ থেকে অনেক ধরনের পদক্ষেপ করা হয়েছে। কুলপি রোডের বেশ কিছু জায়গায় লাগানো হয়েছে স্পিড ব্রেকার এবং বেশ কিছু মোড়ে মোড়ে পুলিশি নাকা চেকিং। কোনও বাইক আরোহী যদি হেলমেট পরে না যান, তাঁদের হেলমেট পরার পরামর্শ দিচ্ছেন পুলিশের পক্ষ থেকে। তাও কোনভাবে দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না।
advertisement
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 23, 2023 9:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: এই রাস্তায় যেন দুর্ঘটনা নিত্য সঙ্গী! কয়েক মাসে প্রাণ গেছে ৫ জনের