Tourist Missing: গড়িয়া থেকে সুন্দরবন বেড়াতে এসে শোকের ছায়া! কৈখালীতে নৌকা থেকে পা পিছলে পড়ে নিখোঁজ পর্যটক
- Reported by:Suman Saha
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
সুন্দরবনের মাতলা নদীতে নৌকা ভ্রমণের সময় জলে পড়ে তলিয়ে গেলেন এক পর্যটক। ঘটনার পর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।
দক্ষিণ ২৪ পরগনা, সুন্দরবন, সুমন সাহা: গড়িয়া থেকে সুন্দরবন ভ্রমণে আসা ২২ জন পর্যটকের দলে আচমকাই নেমে এল শোকের ছায়া। আনন্দ ভ্রমণ মুহূর্তেই রূপ নিল বিষাদে। সুন্দরবনের মাতলা নদীতে নৌকা ভ্রমণের সময় জলে পড়ে তলিয়ে গেলেন এক পর্যটক। ঘটনার পর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। জানা গেছে, গড়িয়া এলাকার ২২ জন পর্যটক একটি ইঞ্জিনচালিত নৌকায় করে মাতলা নদী ধরে সুন্দরবনের বিভিন্ন এলাকা ঘুরছিলেন। ভ্রমণের মাঝপথে হঠাৎই নৌকার পাশ থেকে পা পিছলে নদীতে পড়ে যান এক পর্যটক। মুহূর্তের মধ্যেই স্রোতের টানে তিনি তলিয়ে যান। সঙ্গে সঙ্গে নৌকায় থাকা অন্যান্য পর্যটকরা চিৎকার শুরু করলে মাঝি নৌকাটি থামান।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বন দফতর ও স্থানীয় পুলিশ। শুরু হয় উদ্ধার অভিযান। স্পিডবোট নামিয়ে ও ডুবুরি নামিয়ে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হলেও সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ পর্যটকের কোনও খোঁজ পাওয়া যায়নি। নদীর প্রবল স্রোত ও ঘোলা জলের কারণে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।
advertisement
advertisement
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় ওই পর্যটকের গায়ে লাইফ জ্যাকেট ছিল না। নৌকায় থাকা নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও নৌকার মাঝির দাবি, পর্যটকদের লাইফ জ্যাকেট দেওয়া হয়েছিল, তবে কেউ কেউ তা পরেননি। এই ঘটনাকে কেন্দ্র করে সুন্দরবনে পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ পর্যটকের খোঁজে উদ্ধার অভিযান জারি রয়েছে। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 18, 2026 3:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Tourist Missing: গড়িয়া থেকে সুন্দরবন বেড়াতে এসে শোকের ছায়া! কৈখালীতে নৌকা থেকে পা পিছলে পড়ে নিখোঁজ পর্যটক









