South 24 Parganas News : নাবালিকাকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, গ্রেফতার ১
Last Updated:
ঢোলাহাটের বেলুনীতে এক নাবালিকাকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ।
#ঢোলাহাট: ঢোলাহাটের বেলুনিতে এক নাবালিকাকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে ঢোলাহাট থানার পুলিশ। ধৃতের নাম সাবির হোসেন হালদার ওরফে সাবির হালদার (২৩)। ধৃতের কঠোর শাস্তির দাবি জানিয়েছে নাবালিকার পরিবারের লোকজন।
ওই যুবককে ঢোলাহাটের বেলুনি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪২,৩৭৬ (২) (এন), ৩৭৯, ৫০৬ ধারা ও (০৪)(আই) আইনে মামলা রুজু করে তাকে কাকদ্বীপ মহাকুমা আদালতে পাঠানো হয়। সেই সঙ্গে নির্যাতিতার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কাকদ্বীপ মহাকুমা আদালতে নির্যাতিতার গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে ।
advertisement
advertisement
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাস খানেক আগে ঢোলাহাটের বছর ১৬ র এক নাবালিকাকে জোর করে তুলে নিয়ে যায় বছর তেইশের সাবির হোসেন হালদার। তারপর তাকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। এরপর নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে ঢোলাহাট থানায় লিখিত অভিযোগ জানানো হয়। সেই অভিযোগের ভিত্তিতে ঢোলাহাট থানার আইসি কৌশিক নাগের নির্দেশে তদন্ত শুরু করে পুলিশ।
advertisement
তদন্ত শুরুর পর, গোপন সূত্রে খবর পেয়ে ঢোলাহাট থানার আধিকারিক অমর মল্লিক গভীর রাতে বেলুনি থেকে গ্রেফতার করে সাবিরকে। ঠিক কেন এই ঘটনা ঘটিয়েছে সাবির তার তদন্ত চালাচ্ছে পুলিশ।
নবাব মল্লিক
Location :
First Published :
December 30, 2022 7:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : নাবালিকাকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, গ্রেফতার ১