South 24 Parganas News: বিপন্ন পরিবেশকে রক্ষা করতে জেলা জুড়ে নেওয়া হল সংকল্প
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
বিপন্ন পরিবেশকে রক্ষা করতে দক্ষিণ ২৪ পরগণা জেলা জুড়ে নেওয়া হল পরিবেশ বাঁচানোর সংকল্প। সমুদ্রতীরবর্তী হওয়ায় এই জেলায় বিরূপ পরিবেশের প্রভাব পড়ে সব থেকে বেশি। ফলে এই জেলার মানুষজনকে পরিবেশ নিয়ে সচেতন হওয়া খুবই জরুরি।
দক্ষিণ ২৪ পরগণা: বিপন্ন পরিবেশকে রক্ষা করতে দক্ষিণ ২৪ পরগণা জেলা জুড়ে নেওয়া হল পরিবেশ বাঁচানোর সংকল্প। সমুদ্রতীরবর্তী হওয়ায় এই জেলায় বিরূপ পরিবেশের প্রভাব পড়ে সব থেকে বেশি। ফলে এই জেলার মানুষজনকে পরিবেশ নিয়ে সচেতন হওয়া খুবই জরুরি। প্রতি বছর জেলায় আম্ফান, ইয়াসের মত ঘূর্ণিঝড় আসে।
যার ফলে ক্ষতি হয় বিপুল পরিমাণে চাষযোগ্য জমির, ভেঙে পড়ে ঘরবাড়ি। বাঁধ উপচে জল প্রবেশ করে গ্রামে। আর এর জন্য বিশ্ব উষ্ণায়নকে দায়ী করেন অনেকেই। এই বিশ্ব উষ্ণায়নের সব থেকে বড় কারন হল পরিবেশ দূষণ। এবছর বিশ্ব পরিবেশ দিবসের থিম হল প্লাস্টিক দূষণ মোকাবিলা করার পথ সন্ধান করা। সেই লক্ষেই আগামী একবছর ধরে জেলার বিভিন্ন জায়গায় কাজ চলবে। সরকারি ও বেসরকারি উদ্যোগে এই কাজ করা হবে। প্লাস্টিক দূষণের ফলে ক্ষতি হয় সামুদ্রিক প্রাণী ও জলজ জীবের।
advertisement
আরও পড়ুন ঃ ধ্বংসের দিকে এগোচ্ছে পৃথিবী, বিশ্ব পরিবেশ দিবসে সচেতনার বার্তা রামকৃষ্ণ আশ্রমের
ইতিমধ্যে নদী ও সমুদ্রে প্লাস্টিক জাতীয় দ্রব্য কেউ না ফেলে তা নিয়ে বারংবার সচেতন করা হয়েছে সকলকে। এছাড়াও বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হচ্ছে প্লাস্টিক জাতীয় দ্রব্য। চলছে সেমিনার, সঙ্গে গাছ লাগানোর ব্যবস্থাও। প্লাস্টিক যত্রতত্র না ফেলে সেগুলিকে একটি নির্দিষ্ট জায়গায় জড়ো করতে বলা হচ্ছে।
advertisement
advertisement
সব মিলিয়ে সমগ্র জেলা জুড়ে এখন চলছে পরিবেশ দূষণ রোধ করার প্রচেষ্টা। বিশেষ করে নদীতীরবর্তী গ্রামগুলিতে এই কাজ বেশি পরিমাণে করছে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা। এখন দেখার এই প্রচারের ফলে কতটা সচেতন হয় গ্রামবাসী। তার উপর নির্ভর করবে আগামীর ভবিষ্যৎ।
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
June 06, 2023 12:17 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বিপন্ন পরিবেশকে রক্ষা করতে জেলা জুড়ে নেওয়া হল সংকল্প