South 24 Parganas News: এক মুহূর্তে সব শেষ! গঙ্গাসাগরে আর করা হল না পূণ্যস্নান, মৃত্যু হল পূণ্যার্থীর
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
South 24 Parganas News: এসেছিলেন পূণ্য লাভের আশায়, কিন্তু গঙ্গাসাগরে আর যেতে পারলেন কোথায়। তার আগেই মৃত্যু হল এক পূণ্যার্থীর।ওই পূণ্যার্থীর নাম আরতি প্রামাণিক(৬৫)।
গঙ্গাসাগর: এসেছিলেন পূণ্য লাভের আশায়, কিন্তু গঙ্গাসাগরে আর যেতে পারলেন কোথায়। তার আগেই মৃত্যু হল এক পূণ্যার্থীর।ওই পূণ্যার্থীর নাম আরতি প্রামাণিক(৬৫)।
উলুবেড়িয়া থেকে ওই পূণ্যার্থী এসেছিলেন গঙ্গাসাগরে পূণ্যস্নান করতে। সাগরে যাওয়ার আগে কাকদ্বীপে অবস্থান করছিলেন ওই মহিলা। কিন্তু ওই মহিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে তড়িঘড়ি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। কিন্তু পথেই মৃত্যু ওই মহিলার।
আরও পড়ুন- শাহরুখকে খুনের হুমকি! পরিবারের ‘কাছের লোক’ চেয়েছিলেন মেরে ফেলতে, কারণ শুনলে শিউরে উঠবেন আপনিও
advertisement
advertisement
এই মৃত্যুর ঘটনায় দু:খ প্রকাশ করেছেন অনেকেই। ঠিক কি কারণে ওই মহিলার মৃত্যু হয়েছে তা জানতে মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এই ধরণের অনভিপ্রেত ঘটনা এড়াতে মেলা শুরু হলে স্বাস্থ্য পরিষেবা আরও বাড়ানো হবে। জেলা প্রশাসন সূত্রে খবর মেলা প্রাঙ্গণ, কচূবেড়িয়া ঘাট, চেমাগুড়ি, নারায়নপুর, লট এইট ঘাটে থাকছে অস্থায়ী হাসপাতাল।
advertisement
এই অস্থায়ী হাসপাতালে মিলবে পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা। থাকছে সিসিইউ বেড, ভেন্টিলেটর, জোকা থেকে সাগর পর্যন্ত সমস্ত জায়গায় মিলবে পরিষেবা। বর্তমানে মৃত মহিলার পরিবারের সঙ্গে যোগাযোগ করছে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ। ময়নাতদন্তের পর মৃত মহিলার দেহ পরিবারের হাতে তুলে দেবে পুলিশ।
নবাব মল্লিক
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 07, 2024 4:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: এক মুহূর্তে সব শেষ! গঙ্গাসাগরে আর করা হল না পূণ্যস্নান, মৃত্যু হল পূণ্যার্থীর