1 Rupee Coin: এবার ছোট এক টাকার কয়েন না নিলেই বিপদ! বড় খবর! জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
1 Rupee Coin: ছোট এক টাকার কয়েন অনেক সময়েই নিতে চান না অনেকে! তবে এবার আর সেটি করা যাবে না! জানুন
মগরাহাট: এবার ছোট এক টাকার কয়েন না নিলেই পড়বেন বিপদে। ছোট ১ টাকার কয়েন না নিলেই আপনার বিরুদ্ধে নেওয়া হতে পারে আইনানুগ ব্যবস্থা। সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এমন একটি পোস্ট। মগরাহাট থানার পক্ষ থেকে এ নিয়ে প্রচারের একটি পোস্ট ভাইরাল হয়ে যায়। কি ছিল সেই পোস্টে, পোস্টে লেখা ছিল ছোট ১ টাকার কয়েনে লেনদেন করা আবশ্যক। যদি কোনও ব্যক্তি টাকা নিতে অস্বীকার করে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে মগরাহাট থানায় যোগাযোগ করা হলে তাঁরাও এই একই কথা জানান।

মগরাহাট থানার এই ভাইরাল পোস্ট জনমানসে ব্যাপক প্রভাব ফেলেছে। অনেকেই এই পদক্ষেপের সমর্থন করছেন। সম্প্রতি দেখা গিয়েছে ট্রেনে, বাসে এমনকি অনেক দোকানে এই ১ টাকার কয়েন নিতে চায় না। তবে কেউ টাকা নিতে না চাইলে তখন কি করা যেতে পারে।
advertisement
advertisement
নিয়ম বলছে দেশের সমস্ত ব্যাঙ্ক ও পোস্ট অফিসে এই টাকা আপনি জমা দিতে পারেন। এছাড়াও পোস্ট অফিস থেকে কিছু কিনতে এই টাকা আপনি ব্যবহার করতে পারেন। এ নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, আরবিআই এর জারি করা সব কয়েন দেশে এখনও পুরোপুরি বৈধ। সেক্ষেত্রে কোনও অসুবিধা হওয়ার কথা নয় একেবারেই। এখন দেখার কতটা সচেতন হয় দেশের নাগরিক।
advertisement
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
July 19, 2023 8:28 PM IST