Viral Video: কচমচ করে প্লাস্টিক খাচ্ছে হাতি! আসতে চলেছে কঠিন দিন! সিসিটিভি ফুটেজ ভাইরাল
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Viral Video: খারাপ সময় আসতে আর দেরি নেই! হাতিও খাচ্ছে প্লাস্টিক! ভয়াবহ
শিলিগুড়ি : প্লাস্টিক শুধু মানব জীবনেই নয় ক্ষতি করছে পরিবেশের এবং বাস্তুতন্ত্রের। মানুষের সামান্য অসচেতনতার জন্য আজ বন্য হাতিরা খাচ্ছে প্লাস্টিক। এমনই ভয়ঙ্কর ছবি উঠে এলো সিসিটিভি ক্যামেরায়। এতেই বন্য বন্যপ্রাণীদের জন্য বিপদের আশঙ্কা করছে পশুপ্রেমী সংগঠন। মানুষকে সচেতন হওয়ার আবেদন জানিয়েছে বন দফতর ও পশুপ্রেমী সংগঠন।বাগডোগরা কাছে টিপু খোলায় অবস্থিত জংলি বাবা মন্দির। সেই মন্দিরের কাছেই এমন ঘটনায় চিন্তিত পশু প্রেমী সংগঠনের সদস্য তথা বন দফতরের আধিকারিকরা।
প্রসঙ্গত, সারা বছর এই মন্দিরে তেমন ভক্তদের ভিড় না থাকলেও শ্রাবণ মাসে বিশেষত সোমবার ভক্তদের ভিড় বাড়ে মন্দিরে। সকাল থেকে ধুমধামে চলে পুজো অর্চনা। তবে আশ্চর্যের বিষয় মন্দিরের পুজোর জন্য ব্যবহৃত ধুপকাঠি ও অন্যান্য সামগ্রীর প্লাস্টিকের প্যাকেট গুলি ফেলা হচ্ছে মন্দিরের বাইরে। বিপদ বাড়ছে বন্য জীবজন্তুদের। সাধারণত ওই এলাকাটি জঙ্গল হওয়ায় বন্য জীবজন্তুদের আনাগোনা সেখানে লেগেই থাকে। বিশেষ করে এলাকায় হাতির আনাগোনা রয়েছে। জানা গিয়েছে মন্দিরে পুজোর পর ধুপকাঠির প্লাস্টিকের প্যাকেট এবং অন্যান্য প্লাস্টিকের আবর্জনা ফেলা হচ্ছে মন্দিরের বাইরে। যার ফলে রাতে ওই এলাকায় হাতি এসে ওই প্লাস্টিক গুলি খেয়ে ফেলছে।
advertisement
advertisement
সম্প্রতি ওই এলাকায় থাকা একটি সিসিটিভি ফুটেজে এমনই ছবি উঠে এসেছে। এই ছবি প্রকাশ্যে আসার পর রীতিমতো দুশ্চিন্তা বেড়েছে পশুপ্রেমী সংগঠন ও বনদফতরের। কারণ বন্য প্রাণীদের জন্য প্লাস্টিক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ফলে এভাবে দিনের পর দিন হাতিগুলি প্লাস্টিক খেলে তাদের শারীরিক অবনতি ঘটতে পারে।সেভ এলিফ্যান্ট ফাউন্ডেশন এর প্রজেক্ট ইনচার্জ ঋক জ্যোতি সিংহ রায় জানান,’ প্রতি সোমবার মন্দিরে পুজো হচ্ছে এরপর প্লাস্টিকের আবর্জনা গুলিকে মন্দিরের বাইরে ফেলে দেওয়া হচ্ছে। এইভাবে বন্য আইনকে অমান্য করা হচ্ছে। তবে প্লাস্টিক যেভাবে হাতিরা খাচ্ছে এটা হাতিদের জন্য ক্ষতিকর।”
advertisement
অনির্বাণ রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 29, 2023 8:30 PM IST