Vijaya Dashami: বিষাদের সুরে সিঁদুর খেলায় মাতলেন সকলে! নাচে গানে মিষ্টিমুখে মাকে বিদায়

Last Updated:

সিঁদুর খেলা ও দেবী বরণের মধ্যে দিয়ে ঘরের মেয়েকে কৈলাশে পাঠানোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে উদয়ন সমিতির পুজো মণ্ডপে।

বিজয়া দশমী
বিজয়া দশমী
শিলিগুড়ি: পুজো শেষ ঘরের মেয়ে উমাকে বিদায় দেওয়ার পালা ৷ তাই তো মনভার আপামর বাঙালির ৷ তবে রীতি তো মানতেই হবে। তাই সিঁদুর খেলা ও দেবী বরণের মধ্যে দিয়ে ঘরের মেয়েকে কৈলাশে পাঠানোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে উদয়ন সমিতির পুজো মণ্ডপে।মা দুর্গার ঘরে ফেরার পালা। আকাশে বাতাসে বিষাদের সুর। তবে বিসর্জনের মন খারাপ ভুলতে বিজয়া দশমীর দিন একাধিক নিয়ম পালন করে মাকে হাসি মুখে বিদায় জানানো হয়। তাই দশমীর দিন একাধিক নিয়ম আচার পালন করা হয়ে থাকে।
আরও পড়ুন: ঘুমন্ত বুদ্ধ’রূপী বরফঢাকা কাঞ্চনজঙ্ঘা দেখা গেল শিলিগুড়ি থেকেই, রইল অ্যালবাম
ক্লাব সদস্য-সহ স্থানীয় মহিলারা দুর্গা প্রতিমাকে বরণ করে নেন। এর পর মণ্ডপেই সিঁদুর খেলায় মাতেন তাঁরা। অনেকে আবার প্রতিমার সামনে ধুনুচি নাচেও অংশ নেন। চলে দেদার মিষ্টি খাওয়া। দেবীকে বরণ করে বিদায় জানান এলাকার মহিলারা। বিদায় বেলায় সকলেরই প্রার্থনা থাকে জীব জগতের সকলের মঙ্গল করুণ মা। সবাই যেন ভালো থাকে, আনন্দে থাকে। এরপর স্বামীদের মঙ্গল কামনা করে সিঁদুর খেলায় মেতে ওঠেন মহিলারা।
advertisement
advertisement
প্রথমবার সিঁদুর খেলতে আসা পায়েল সূত্রধর জানালেন, যে ছোট থেকেই মা কাকিমাদের তিনি দেখে এসেছেন সিঁদুর খেলতে কিন্তু তাদের বাড়ির পুরনো রীতি আছে যে অবিবাহিত মেয়েদের সিঁদুর খেলতে নেই তাই তারা দূর থেকেই দেখতেন এই সিঁদুর খেলা এবং তখন থেকেই তার মনে কৌতুহল থাকতো যে তিনিও কবে খেলতে পারবেন। তবে বিয়ের পর প্রথমবার সিঁদুর খেলায় অংশগ্রহণ করেন তিনি ভীষণ খুশি।
advertisement
অনির্বাণ রায়
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Vijaya Dashami: বিষাদের সুরে সিঁদুর খেলায় মাতলেন সকলে! নাচে গানে মিষ্টিমুখে মাকে বিদায়
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement