Siliguri News: পর্যটকদের আকর্ষণ বাড়াতে উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রে নতুন সায়েন্স গ্যালারি
Last Updated:
ইন্টারনেশনাল ডে অফ সায়েন্টিফিক কালচার দিবসে নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টারে উদ্ধোধন করা হল নতুন গ্যালারি৷ এই নতুন গ্যালারির নাম রাখা হয়েছে পপুলার সায়েন্স বা জনপ্রিয় বিজ্ঞান৷
শিলিগুড়ি : ইন্টারনেশনাল ডে অফ সায়েন্টিফিক কালচার দিবসে নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টারে উদ্ধোধন করা হল নতুন গ্যালারি৷ এই নতুন গ্যালারির নাম রাখা হয়েছে পপুলার সায়েন্স বা জনপ্রিয় বিজ্ঞান৷ ১৯৯৭ সালে শিলিগুড়ির মাটিগাড়াতে তৈরি হয়েছিল উত্তরবঙ্গের প্রথম বিজ্ঞানকেন্দ্র উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র ।
এবছর রজত জয়ন্তী বর্ষ পালন করছে উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র৷ করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই আবার আগের মত দর্শকদের সমাগম শুরু হলেও আরো বেশি দর্শক সমাগম করার জন্যই উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রে মূল লক্ষ্য। বিভিন্ন স্কুল থেকে ছাত্র ছাত্রীর থেকে সাধারন মানুষ বিজ্ঞান কেন্দ্রে এসে যেন বিজ্ঞান সম্পর্কে আরো বিশদ ধারণা নিতে পারে ও আধুনিক বিজ্ঞানকে সকলের সামনে তুলে ধরতে নতুন গ্যালারি চালু করা হয়েছে।
advertisement
ছাত্র ছাত্রীদের বিজ্ঞানকে হাতে কলমে বোঝানো ও খেলার ছলে ছাত্রছাত্রী ও দর্শকদের বিজ্ঞান নিয়ে বিভিন্ন বিষয়ের ধারনা দেওয়ার জন্য এই নতুন গ্যালারী৷ এই 'পপুলার সায়েন্স' এর গ্যালারিতে রয়েছে ছোটদের মনরঞ্জনের ব্যবস্থা। থাকছে ভার্চুয়াল বাইক রেস, ভার্চুয়াল ফুটবল, মানুষের শরীর সম্পর্কিত তর্থাবলি, পদার্থবিদ্যার শব্দ সংক্রান্ত এক্টিভিটি ইত্যাদি।
advertisement
এদিনের নতুন গ্যালারীর উদ্ধোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মহেন্দ্র নাথ রায়, শিলিগুড়ি ইন্টিটিউড অফ টেকনোলজির অধ্যক্ষ ড. মিঠুন চক্রবর্তী, সূর্য্য সেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. প্রনব কুমার মিশ্র অন্যন্য অতিথিরা ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা৷
advertisement
উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রের কো-অর্ডিনেটর ঋতব্রত বাবু জানান যে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিজ্ঞান চেতনার প্রসারের জন্যই মূলত এই সাইন্স গ্যালারির উদ্বোধন করা হল মজার ছলে কীভাবে বিজ্ঞান চেতনার অবকাশ ঘটবে ছাত্র-ছাত্রীদের মধ্যে সেই প্রচেষ্টাই আমরা বহুদিন ধরেই করে আসছি এবং তারই প্রতিফলন আজকের এই জনপ্রিয় সাইন্স গ্যালারি।
advertisement
আরও পড়ুন: Shani Margi 2022: ধনতেরাসে গ্রহরাজ শনিদেবের চালের পরিবর্তন! তাঁরই আশীর্বাদে বদলাতে চলেছে পাঁচ রাশির ভাগ্য উল্কার গতিতে বদলাতে চলেছে
এছাড়াও তিনি জানান ২৩ টি ইন্টারেক্টিভ প্রদর্শনী সহ নতুন পপুলার সায়েন্স গ্যালারি, একটি অ্যাকশন প্যাকড অ্যাম্বিয়েন্স অফার করে যেখানে বিজ্ঞান মজাদার হয়ে ওঠে। এটি এমন একটি জায়গা যেখানে আপনাকে অবশ্যই বিজ্ঞান শিখতে হবে না, তবে এটি খেলতে খেলতে উপভোগ করুন কারণ বিজ্ঞান পড়ার পরিবর্তে খেলতে খেলতেও শেখা যায়।
advertisement
অনির্বাণ রায়
view commentsLocation :
First Published :
September 29, 2022 4:01 PM IST