Siliguri News: কুসংস্কার মুক্ত সমাজ গড়তে উদ্যোগ বিজ্ঞান মঞ্চের! এগিয়ে এল স্কুল পড়ুয়ারাও
- Published by:purnendu mondal
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
কুসংস্কারকে কেন্দ্র করে একের পর এক ঘটনা ঘটেই চলেছে। যার পরিণাম কখনও জীবন দিয়ে খেসারত দিতে হচ্ছে। মানুষের মন থেকে এই সব নিয়ে ভ্রান্ত ধারণা দূর করতে বিজ্ঞান মঞ্চের অভিনব উদ্যোগ।
শিলিগুড়ি: আজও কুসংস্কারে বিশ্বাস করে মানুষ নিজেদের জীবন বিপন্ন করছেন। সেই কারণে সমাজকে কুসংস্কার মুক্ত করতে বর্তমান যুব সমাজকে হাতিয়ার করেই এগোতে চাইছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ দার্জিলিং জেলা কমিটি তাদের দেশবন্ধু পাড়ার উমা বসু বিজ্ঞান ভবনে এক কুসংস্কারের বিরুদ্ধে এক কর্মশালার আয়োজন করে।
এদিন শিলিগুড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে উৎসুক প্রায় ১০০ জন পড়ুয়া এই কর্মশালায় অংশগ্রহণ করে। উপস্থিত সকলের সন্মুখে কুসংস্কারের নানা দিক তুলে ধরেন বিজ্ঞান মঞ্চের কর্মীরা।
advertisement
অধ্যাপক বিনয় দে জানান,”আমাদের এই কর্মশালা রাজ্যব্যাপী শুরু হয়েছে। ছাত্রছাত্রীদের মধ্য দিয়েই সমাজকে কুসংস্কার করার প্রয়াস গ্রহণ করা হয়েছে। আমি আশাবাদী এই ধরনের কর্মশালার মধ্য দিয়েই সমাজ কুসংস্কার মুক্ত হবে।” তাঁদের আশা, নতুন প্রজন্মের এই পড়ুয়ারাই রুখে দাঁড়াবে সমাজের এই অন্ধবিশ্বাসের বিরুদ্ধে। এর জন্য স্কুলের বাছাই করা ছাত্রছাত্রীদের রীতিমতো প্রশিক্ষণও দেওয়া হবে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
অনির্বাণ রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 03, 2024 7:30 PM IST