Siliguri News: ইস্টার্ন বাইপাসে বাড়বাড়ন্ত অবৈধ নির্মাণ! ভেঙে গুঁড়িয়ে দিল পুরনিগম
- Reported by:ANIRBAN ROY
- hyperlocal
- Published by:Nagantara
Last Updated:
বিভিন্ন সময়ে শহরের বিভিন্ন প্রান্তেই অনুমতিহীন নির্মাণ হয়েছে। বর্তমানে সেই অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে উদ্যোগী হয়েছে পুরনিগম।
শিলিগুড়ি: শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস এলাকায় ফের তৈরি হচ্ছে অবৈধ নির্মান। খবর পেয়েই অভিযান চালালো শিলিগুড়ি পুরনিগম। এদিন জেসিবি দিয়ে ভেঙে দেওয়া হয় ৯টি দোকান। জানা গিয়েছে, বেশ কয়েক মাস আগেই শিলিগুড়ি সংলগ্ন ইস্টার্ন বাইপাস এলাকায় পিডব্লিউডি -এর জমিতে তৈরি অবৈধ নির্মান ভেঙে দেওয়া হয়। সেখানে ফের তৈরি করা হচ্ছে অবৈধ দোকান। সোমবার দুপুরে ফের শুরু হয় অবৈধ নির্মান ভেঙে দেওয়ার কাজ।
ঘটনাস্থলে উপস্থিত ছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার বিশাল পুলিশ বাহিনী। এদিন শিলিগুড়ি পুরনিগম সূত্রে জানা গিয়েছে, প্রায় ৯টি অবৈধ দোকান ভেঙে দেওয়া হয়েছে। কয়েকমাস আগেই এই জায়গা খালি করা হয়েছিল। ফের তারা ইস্টার্ন বাইপাস এলাকায় রাস্তার দু’ধারে অবৈধভাবে নির্মান শুরু করেছে।
আরও পড়ুন ঃ স্কুলের ভিতরে হলদিবাড়ি এক্সপ্রেস! ট্রেন স্কুলে পড়াশোনা করে মনোযোগ বাড়ছে শিশুদের
প্রসঙ্গত, বিভিন্ন সময়ে শিলিগুড়ি শহরের সব প্রান্তেই অনুমতিহীন নির্মাণ হয়েছে। অভিযোগ, পুরসভার কোনও রকম অনুমোদন না নিয়েই অনেকে নির্মাণ করেছে। সেই অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে উদ্যোগী পুরনিগম। ইস্টার্ন বাইপাসের ওই জায়গায় পুরনিগমের তরফে কয়েকবার জায়গা খালি করতে বলা হয়। কিন্তু তা না করায় আজ ফের অভিযান চালানো হয়।
advertisement
advertisement
শিলিগুড়ি পুরসভার তরফে জানানো হয়েছে, পুরসভার অনুমতি না নিয়েই অনেকে বেআইনিভাবে নির্মাণ করেছেন। তাদের আগাম নোটিশ দেওয়া হয়েছিল। তাতে কোন কাজ হয়নি। তাই পুরসভা নিজেদের উদ্যোগ নিয়ে সেসব নির্মাণ ভাঙার কাজ শুরু করেছে। আগামীতেও তারা বেআইনিভাবে অবৈধ নির্মাণের বিরুদ্ধে কাজ চালিয়ে যাবে।
অনির্বাণ রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 28, 2023 7:22 PM IST








