Siliguri News: স্কুলের ভিতরে হলদিবাড়ি এক্সপ্রেস! ট্রেন স্কুলে পড়াশোনা করে মনোযোগ বাড়ছে শিশুদের

Last Updated:

Siliguri News: সোশ্যাল মিডিয়াতে ঘাটতে গিয়ে একদিন উত্তরপ্রদেশ রাজ্যের একটি প্রাথমিক স্কুলের অভিনবত্বের ছবি দেখেছিলেন বাল্মিকী বিদ্যাপীঠ প্রাথমিক স্কুলের শিক্ষক সুনীল কুমার গোপ।

+
title=

শিলিগুড়ি: স্কুলের ভেতরে হলদিবাড়ি এক্সপ্রেস কী করছে? বিশ্বাস না হলেও এটাই সত্যি। এ যেন আস্ত একটি রেলের কামরা আর তার ভিতরে বসে রয়েছে ছোট ছোট খুদে পড়ুয়ারা। ক্লাসরুমের চারপাশ জুড়ে রয়েছে পাঠ্য বইয়ের পাতা গুলি। এমনই অভিনব ছবি দেখতে পাওয়া গেল শিলিগুড়ির সূর্যসেন কলোনির বাল্মিকী বিদ্যাপীঠ প্রাথমিক স্কুলে। স্কুলের ক্লাসরুমকে এভাবে সাজানোর ফলে প্রতিদিনই স্কুলে আসছে খুদে পড়ুয়ারা।
সোশ্যাল মিডিয়াতে ঘাটতে গিয়ে একদিন উত্তরপ্রদেশ রাজ্যের একটি প্রাথমিক স্কুলের অভিনবত্বের ছবি দেখেছিলেন বাল্মিকী বিদ্যাপীঠ প্রাথমিক স্কুলের শিক্ষক সুনীল কুমার গোপ। তিনি সোশ্যাল মিডিয়াতে দেখেছিলেন উত্তর প্রদেশ রাজ্যে একটি অব্যবহৃত ট্রেনের কামরা কে নতুন করে ক্লাস রুমের হিসেবে তৈরি করে তার ভেতরে চলছে ক্লাস।
advertisement
তা দেখে তিনি স্কুলের ক্লাসরুমকে রেলের কামরার রূপ দিতে উদ্যোগ গ্রহণ করেন। বিষয়টি তিনি স্কুলের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের বলার পর। ২০১৯ সালে স্কুলের দুটি ক্লাসরুমকে রেলের কামরার রুপ দেওয়ার কাজ শুরু করা হয়। রং তুলির মাধ্যমে স্কুলের একটি দেওয়ালকে সম্পূর্ণভাবে রেলের কামরার রূপ দেওয়া হয়। ট্রেনের কামরাতে যেমন জানালা রয়েছে ঠিক তেমনি জানালা এবং দরজা আঁকা হয়েছে । শুধু তাই নয় কোচের নাম্বার ভারতীয় রেলের লোগো রয়েছে এই ছবিতে। এখানেই শেষ নয়, ছাত্রীদের পড়াশোনার প্রতি আকর্ষণ বাড়াতে ক্লাস রুমের ভেতরেও দেওয়াল জুড়ে রয়েছে বইয়ের প্রতিটি পাতার ছবি।
advertisement
প্রসঙ্গত রাজ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে ছাত্র-ছাত্রীর অভাবে অধিকাংশই বিদ্যালয় গুলি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু ঠিক সেই সময় অন্য ছবি দেখা যাচ্ছে শিলিগুড়ির বাল্মিকী বিদ্যাপীঠ প্রাথমিক স্কুলে। জানা গিয়েছে স্কুলের প্রাক প্রাথমিক ও প্রাথমিক শ্রেণীর ক্লাসরুম দুটিকে এই রেলের কামরার রূপ দেওয়ার পর স্কুলে আসার প্রতি ঝোঁক বেড়েছে খুদে পড়ুয়াদের। স্কুলের প্রধান শিক্ষিকা বিথীমালা দাস দে জানান,স্কুলের এক শিক্ষক সোশ্যাল মিডিয়াতে বিষয়টি দেখার পর সকলকে জানান তিনি এরপরই স্কুলের উন্নয়নে আশা টাকা দিয়ে দুটি শ্রেণীকক্ষকে রেলের কামরার রূপ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়।
advertisement
এই ধরনের অভিনবত্ব আনার ফলে ছাত্র-ছাত্রীদের স্কুলের প্রতি আর্কর্ষণ অনেকটাই বেড়েছে প্রতিনিয়ত স্কুলে আসছে ছোট ছোট পড়ুয়ার।অন্যদিকে স্কুলের শিক্ষক সুনীল কুমার গোপ বলেন, একদিন সোশ্যাল মিডিয়াতে ঘাটতে গিয়ে উত্তর প্রদেশে একটি রেলের কামরা কে ক্লাস রুম তৈরি করার ভিডিওটি দেখি তারপর থেকেই আমাদের স্কুল কেউ সেই ধরনের একটি রূপ দেওয়ার চিন্তাভাবনা আসে মাথায়। এরপরই রং তুলির মাধ্যমে ক্লাসরুমগুলিকে রেলের কামরার রূপ দেওয়া হয়েছে। তাই নয় ছাত্র-ছাত্রীদের পড়াশোনার প্রতি আকর্ষণ বাড়াতে ক্লাসরুমের চার পাশে বইয়ের পাতাগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে।
advertisement
—– অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: স্কুলের ভিতরে হলদিবাড়ি এক্সপ্রেস! ট্রেন স্কুলে পড়াশোনা করে মনোযোগ বাড়ছে শিশুদের
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement