Siliguri News: রাত পোহালেই বিশ্বকর্মা পুজো! লাভের আশায় পসরা নিয়ে বসেছেন মৃৎশিল্পীরা
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
রাত পোহালেই বিশ্বকর্মা পুজো। বাজারে মূর্তি নিয়ে পসরা বসিয়েছে মৃৎশিল্পীরা। শিলিগুড়ি রাস্তায় দেখা মিলছে সারি সারি বিশ্বকর্মার মূর্তি।
#শিলিগুড়ি : রাত পোহালেই বিশ্বকর্মা পুজো। বাজারে মূর্তি নিয়ে পসরা বসিয়েছে মৃৎশিল্পীরা। শিলিগুড়ি রাস্তায় দেখা মিলছে সারি সারি বিশ্বকর্মার মূর্তি। তবে মূল্যবৃদ্ধির জেরে কিছুটা হলেও টান পড়েছে মৃৎশিল্পীদের পেটে। করোনার ধাক্কা সামলে দু'বছর পর আবার চেনা ছন্দে ফিরতে চলেছে বিশ্বকর্মা পুজো, সেইমতো বিভিন্ন গ্যারেজ অফিস কারখানায় পুজোর আয়োজন শুরু হয়েছে। অন্যদিকে, পুজোর মরশুমে বাড়তি লাভের আশায় প্রতিমা বিক্রেতারা। ইতিমধ্যে বিপুল সংখ্যায় প্রতিমা নিয়ে শহরের বিভিন্ন পথে পসরা সাজিয়ে বসেছেন শিল্পীরা।
advertisement
জানা গিয়েছে, বর্তমান দ্রব্যমূল্যের বৃদ্ধির বাজারে প্রত্যাশা মত প্রতিমা বিক্রি হচ্ছে না। যে প্রতিমার গত বছর দাম ছিল (ছোট প্রতিমা) ৩০০ টাকা এবার সেই প্রতিমার দাম তারা ৪০০ থেকে ৬০০ টাকা এবং (বড়ো প্রতিমা) ২০০০ টাকা থেকে বেড়ে ২৫০০ থেকে ৩হাজার হয়েছে। সেই মূর্তি নিতে এসে মাথায় হাত ক্রেতাদের। অনেকেই হতে বাজারের ব্যাগ নিয়ে দিশেহারা।
advertisement
ক্রেতাদের অনেকেই বলছেন "পুজো তো আমাদের করতেই হবে, তবে দামটা এবার একটু বেশি তাই একটু ঘুরে ঘুরে দেখছি।" এদিন মৃৎশিল্পী বিশ্বজিৎ পাল এবং পরিতোষ পাল বলেন , প্রতিমার দাম আগের তুলনায় বেশি রয়েছে। আগে ২০০০ থেকে ২৫০০ টাকা গাড়ি মাটির দাম ছিল। যার কারণ দ্রব্যমূল্যের বৃদ্ধি হয়েছে। দুর্গাপূজায় সামনে থাকায় মুক্তির সংখ্যাটা কম হয়েছে। এখন সেই মাটির দাম বেড়ে পাঁচ হাজার টাকা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ ফের শিলিগুড়িতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী
গত বছর বৃষ্টির কারণে অনেক প্রতিমা গলে গিয়েছিল। এ বছর আমরা আশাবাদী সমস্ত বিক্রি হবে। অন্যদিকে প্রতিমা কিনতে আসা শুভঙ্কর ঘোষ এবং সুজিত দাস বলেন, প্রতিমার দাম আগের তুলনায় অনেকটাই বেড়েছে। দোকানি জানাচ্ছেন জিনিসপত্র দাম যে হারে বেড়েছে। তাই এবার দাম অনেকটাই চড়া। পুজো তো করতেই হবে তবে সমস্তটাই বাজেটের বাইরে চলে যাচ্ছে।
advertisement
Anirban Roy
Location :
First Published :
September 16, 2022 7:59 PM IST