Siliguri News: রাস্তা তো নয়, ‌যেন পুকুর! মাদানী বাজারে দুর্ঘটনার আশঙ্কায় নিত্যযাত্রীরা

Last Updated:

শিলিগুড়ির মাদানী বাজার সংলগ্ন রাস্তার শোচনীয় অবস্থা। এই মাদানী বাজারের রাস্তা যেন রাস্তা নয় একটি আস্ত পুকুর। মূল এই রাস্তাটি হয়ে উঠেছে মরণ ফাঁদ ।

+
title=

#শিলিগুড়ি : শিলিগুড়ির মাদানী বাজার সংলগ্ন রাস্তার শোচনীয় অবস্থা। এই মাদানী বাজারের রাস্তা যেন রাস্তা নয় একটি আস্ত পুকুর। মূল এই রাস্তাটি হয়ে উঠেছে মরণ ফাঁদ । দীর্ঘ কয়েকশো মিটার রাস্তায় রয়েছে বড় বড় গর্ত যেকোনো মুহর্তে বড়সড় পথ দুর্ঘটনার সম্মুখীন হতে পারে স্থানীয় বাসিন্দারা বলে অভিযোগ তাদের। কিন্তু এবার স্থানীয় বাসিন্দারা রাস্তা সংস্কারের দাবি তুলে সরব হলেন। এলাকায় যে রাস্তা রয়েছে তা দেখে বোঝার উপায় নেই। সমস্ত এলাকা জুড়ে রয়েছে বড় বড় পুকুরের মত গর্ত। মূলত বেশিরভাগ বড় বড় ট্রাক এর রাস্তা দিয়ে যাতায়াত করে সামনেই প্রধান সড়ক ইস্টার্ন বাইপাস এবং এই রাস্তা টি অন্যতম একটি যোগাযোগকারি রাস্তা।
পাশেই ইন্ডিয়ান অয়েল সহ একাধিক গোডাউন থাকায় বহু ট্রাক এই রাস্তা দিয়ে যাতায়াত করার কারণে রাস্তা ঠিক রাখা সম্ভব হয় না বলে অভিযোগ স্থানীয়দের। এছাড়াও এলাকাবাসীদের অভিযোগ এই রাস্তা অনেকটা বড় রাস্তা দিয়ে টোটো যাতায়াত করতে গিয়ে অনেক সময় টোটো উল্টে গিয়ে আহতও হয়েছেন কিছু ব্যক্তি। বহুদিন ধরেই অভিযোগ জানানো হলেও এই রাস্তা এখনো ঠিক করা হয়নি।
advertisement
advertisement
 
আশেপাশের স্থানীয় লোকেরা সবাই মিলেই নিজেরাই মাটি ফেলে রাস্তা উঁচু করে কিছুটা রেহাই পাওয়ার চেষ্টা করলেও সুরাহা হয়নি। একটু বর্ষা হলেই জল জমে যায়, রাস্তায় পুকুরের মত বড় গর্ত, রাস্তা ঘাট দিয়ে চলতে গিয়ে বহুবার দুর্ঘটনার সম্মুখীন হয়েছে অনেকেই। দুর্বিসহ হয়ে উঠেছে এই রাস্তা দিয়ে যাতায়াত করা। যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে" বলে জানান স্থানীয় টোটো চালক সম্ভু বর্মন।
advertisement
আরও পড়ুনঃ নিকাশি ব্যবস্থার বেহাল দশা হরিপুর এলাকায়! সংস্কারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ
প্রসঙ্গে এলাকার বাসিন্দা শনকা মন্ডল জানান, "আমরা দীর্ঘদিন এই সমস্যা দেখে এসেছি। এই রাস্তা দিয়েই আমরা রোজ যাতায়াত করি। রাস্তায় এত বড় বড় গর্ত আমরা আতঙ্কে থাকি যে কোনো দুর্ঘটনার সম্মুখীন না হতে হয়। কিছুদিন আগে গর্ত রাখার জন্য বালি পাথর দিয়ে দেওয়া হলেও বৃষ্টিতে সমস্ত ধুয়ে আবার সেই করতে দেখা দিয়েছে আমরা চাই দ্রুতই সমস্যার সমাধান হোক”।
advertisement
Anirban Roy
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: রাস্তা তো নয়, ‌যেন পুকুর! মাদানী বাজারে দুর্ঘটনার আশঙ্কায় নিত্যযাত্রীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement