Siliguri News: মূক ও বধির শিশুদের জন্য অভিনব উদ্যোগ! নয়া পথ দেখাচ্ছেন এই মহিলা

Last Updated:

Siliguri News: বিশেষ চাহিদা সম্পূর্ণ মূক ও বধির বাচ্চাদের নিয়ে স্বনির্ভর করার লক্ষ্যে এক অভিনব উদ্যোগ নিল শিলিগুড়ির দেবী । এই বাচ্চাদের সেলাই শিখিয়ে আত্মনির্ভর করে তোলাই তার মূল লক্ষ্য।

+
মূক

মূক ও বধির শিশুদের সেলাই শেখাচ্ছেন দেবী দে

শিলিগুড়ি: বিশেষ চাহিদা সম্পূর্ণ মূক ও বধির বাচ্চাদের নিয়ে স্বনির্ভর করার লক্ষ্যে এক অভিনব উদ্যোগ নিল শিলিগুড়ির দেবী । এই বাচ্চাদের সেলাই শিখিয়ে আত্মনির্ভর করে তোলাই তার মূল লক্ষ্য। প্রধান নগরের বাসিন্দা দেবী দে। একজন ফ্যাশন ডিজাইনার। আসামের গামছা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে ইতিমধ্যেই তিনি নিজের জায়গায় তাঁর দক্ষতার প্রমাণ দিয়েছেন। তবে এবার তার লক্ষ্য এই বিশেষ চাহিদা সম্পূর্ণ বাচ্চারা ও মায়েদের কাজ শিখিয়ে স্বনির্ভর করা। তিনি মনে করেন, ছোট থেকে কাজ শিখলে বাচ্চারা যেমন এক দিকে সেলাই এর কাজে পারদর্শী হবে তেমনি তাদের মন মানসিকতা ভাল থাকবে।
মূক ও বধিরদের স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ দেবার ব্যবস্থা করেছেন দেবী দে। শিলিগুড়ি প্রধান নগরের তাঁর এই সেন্টারে ১৬ জন মূক ও বধির শিশুরা প্রশিক্ষণ নেবে। এমন উদ্যোগে খুশি এখানকার ছাত্র-ছাত্রীরা সহ তাদের অভিভাবকরাও। বিশেষভাবে, এই সক্ষম শিশুরা কাজ শিখে যাতে স্বনির্ভর হতে পারেন সেই কথা চিন্তা করেই দেবীর এই উদ্যোগ বলে জানান তিনি। দেবী ফ্যাশন এন্ড ইনস্টিটিউট এর কর্ণধার দেবী দে জানান, বিশেষভাবে সক্ষম এই শিশুরা যেমন এখানে শিখতে পারবে তেমন তাদের মায়েদের শেখানোর পরিকল্পনাও রয়েছে দেবীর।
advertisement
advertisement
নিজের মূক ও বধির ছেলেকে নিয়ে কাজ শেখানোর উদ্দেশ্য নিয়ে এসেছিলেন মাঝাবাড়ির বাসিন্দা চম্পা হালদার ।তিনি জানান, ‘এমন উদ্যোগে আমরা সত্যিই ভীষণ খুশি আমাদের ছেলে মেয়েরা যদি কাজ শিখে দুটো পয়সা রোজগার করতে পারে তার থেকে বড় কিছু আর হতে পারে না।’
advertisement
ইনস্টিটিউটের কর্ণধার দেবী দে বলেন, ‘মোট ছয় মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। এরপরে তাদের সার্টিফিকেট ও প্রদান করা হবে। আমি শুধু কাজই শেখাবো না ওদের কাজগুলো যেন ওরা বিভিন্ন জায়গায় পাঠিয়ে ব্যবসা দাঁড় করাতে পারে সেই ব্যবস্থাও করব।’ ওরা যেমন কাজ শিখে নিজেরা স্বনির্ভর হতে পারবে তেমনি তাদের মন মানসিকতাও ভাল থাকবে।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: মূক ও বধির শিশুদের জন্য অভিনব উদ্যোগ! নয়া পথ দেখাচ্ছেন এই মহিলা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement