North Dinajpur News: মাটির ঘোড়া আর পায়েস! এতেই মনের ইচ্ছে পূরণ করেন এই লৌকিক দেবতা! বিশ্বাসে ভক্তের ভিড়

Last Updated:

North Dinajpur News: কালিয়াগঞ্জ থেকে ইটাহার যাওয়ার পথে অবস্থিত মুস্তাফানগরের  সাপকালি গ্রাম। এই সাপকালি  গ্রামের দেবতা হল পীর সাহেব বা সত্যনারায়ণ।

+
সাপকালি গ্রামের

সাপকালি গ্রামের দেবতা

পিয়া গুপ্তা, কালিয়াগঞ্জ: গ্রাম বাংলার পথে প্রান্তরে ঘুরে বেড়ালে সহজেই চোখে পড়বে বিভিন্ন ধরনের থান বা চালাঘরের গাছতলায় কখনও বা মন্দিরে বিভিন্ন গ্রাম্য দেবদেবীর স্থান। যাঁরা গ্রামের দেবতা হিসেবে গ্রামের মানুষের কাছে পুজো পেয়ে থাকেন।  তাঁদের ঘিরে রয়েছে আশ্চর্য সমস্ত কাহিনী। এইরকম একটি গ্রাম হল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থেকে ইটাহার যাওয়ার পথে অবস্থিত মুস্তাফানগরের সাপকালী গ্রাম। এই সাপকালী গ্রামের দেবতা হল পীর সাহেব বা সত্যনারায়ণ। গ্রামের মানুষ এই পীর সাহেব বা সত্যনারায়ণকে বিশেষ বিশেষ দিনগুলোতে ধূপ ধুনো দিয়ে শ্রদ্ধা জানান।
এই গ্রামের মানুষদের বিশ্বাস পীর সাহেব বা সত্যনারায়ণকে মাটির ঘোড়া দান করলেই পূরণ হবে সমস্ত বাসনা। এই গ্রামের মানুষের আশা নিরাশা চাওয়া পাওয়ার সঙ্গে তাই জড়িয়ে রয়েছে এক একটি ঘোড়ার গল্পগাথা। কেউ কেউ বলেন মনের কামনা বাসনা পীর সাহেব অর্থাৎ ভগবানের কাছে পৌঁছিয়ে দেয় এই ঘোড়া। তাই এই গ্রামের মানুষ তাদের সমস্ত মনস্কামনা ঈশ্বরের দরবারে পৌঁছে দিতে মাটির ঘোড়া দান করেন পীর বাবার কাছে।
advertisement
advertisement
কথিত, আজ থেকে বহু বছর আগে গ্রামে যখন কালা জ্বর, মারণ রোগ বা বসন্ত রোগ হতো তখন এই গ্রামকে রক্ষা করতেন এই পীরবাবা বা সত্যনারায়ণ ঠাকুর। তাঁর বাহন ছিল ঘোড়া। এই ঘোড়া করে রাতে গ্রামে টহল দিতেন পীর ঠাকুর।এই গ্রামের মানুষ আজ থেকে বহু বছর ধরে এই পীর ঠাকুর বা সত্যনারায়ণ ঠাকুরকে গ্রামের দেবতা হিসেবে পুজো করে এসেছেন। যাতে গ্রামের মানুষ সুস্থ সবল ও আর্থিক স্বাচ্ছন্দে থাকেন।
advertisement
গ্রামের এক বাসিন্দা, অশ্বিনী কুমার দেবশর্মা জানান যে, পুরো গ্রামের মানুষ তো বটেই এছাড়াও বাইরে থেকেও বহু মানুষ আসেন এই পীর ঠাকুরের কাছে। তাঁদের প্রত্যেকের মনের বাসনা পূরণ হলে তাঁরা এখানে এক একটি করে মাটির ঘোড়া দান করেন। এছাড়াও জানা যায় প্রতি শুক্রবার গরুর দুধ দিয়ে ক্ষীর তৈরি করে এনে এই পীরসাহেবকে এক একটি মাটির হাঁড়িতে ভোগ দেন। এমনকি পীরবাবার থানে উনুন তৈরি করে সেখানেই দুধ, চাল, চিনি , জ্বাল দিয়ে পরমান্ন তৈরি করে পীর সাহেবকে ভোগ দেন।
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: মাটির ঘোড়া আর পায়েস! এতেই মনের ইচ্ছে পূরণ করেন এই লৌকিক দেবতা! বিশ্বাসে ভক্তের ভিড়
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement