Siliguri News: পঞ্চায়েত নির্বাচনের আগে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ফুলবাড়ি ব্যারেজ এলাকায় ফাঁদ পেতে বসেছিল...
শিলিগুড়ি : পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র। এবার পঞ্চায়েত নির্বাচনের আগে ফুলবাড়ি থেকে উদ্ধার দেশি আগ্নেয়াস্ত্র সহ এক রাউন্ড তাজা কার্তুজ।গ্রেফতার কুখ্যাত আসামি শঙ্কর অধিকারী। জানা গিয়েছে, শঙ্কর উত্তর দিনাজপুর জেলার, চোপড়া কাঁচকলি এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ফুলবাড়ি ব্যারেজ এলাকায় ফাঁদ পেতে বসেছিল পুলিশ । এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে শঙ্কর অধিকারীকে গ্রেফতার করে ওই এলাকা থেকে।ধৃতের কাছ থেকে দেশি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়।
আরও পড়ুন – ICC World Cup 2023: ভারত বনাম পাকিস্তান ম্যাচে হোটেল ভাড়া এক রাতে ৫০ হাজার! মাথা ঘুরবে বনবন করে
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি এর আগেও বহুবার আগ্নেয়াস্ত্র ও সকেট বোম সহ একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছিল। তদন্তকারীদের অনুমান, আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে বাড়িতে যাচ্ছিল শঙ্কর। সেগুলি কোথা থেকে আনা হয়েছিল? কাদের পাচার করার কথা ছিল? তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
advertisement
বুধবার ধৃতকে আদালতে তুলে ৭ দিনের পুলিশি রিমান্ডের আবেদন জানাবে এনজেপি থানার পুলিশ বলে জানা গিয়েছে । তবে পঞ্চায়েত নির্বাচন প্রাক্কালে এমন আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় কিছুটা হলেও অস্বস্তিতে পুলিশ মহল।
অনির্বাণ রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
June 28, 2023 6:35 PM IST