Siliguri News: শীত পড়তেই পরিযায়ী পাখির প্যারাডাইস হয়ে ওঠে উত্তরবঙ্গ

Last Updated:

শীতের সময় ফুলবাড়ীর বাড়তি আকর্ষণ পরিযায়ী পাখি । রং বেরং এর বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির আনাগোনা শুরু ফুলবাড়ীর বিভিন্ন জলাশয়ে । এখনো সেরকম ভাবে শীতের আমেজ নেই উত্তরবঙ্গে । তবে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখিদের আনাগোনা শুরু ফুলবাড়ি মহানন্দা ব্যারেজে।

+
শীত

শীত পড়তেই পরিযায়ী পাখির প্যারাডাইস হয়ে ওঠে উত্তরবঙ্গ

#ফুলবাড়ি : শীতের সময় ফুলবাড়ির বাড়তি আকর্ষণ পরিযায়ী পাখি । রংবেরঙের বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির আনাগোনা শুরু ফুলবাড়ির বিভিন্ন জলাশয়ে । এখনো সেরকম ভাবে শীতের আমেজ নেই উত্তরবঙ্গে । তবে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখিদের আনাগোনা শুরু ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ সংলগ্ন জলাশয়ে । স্থানীয়রা জানিয়েছেন প্রতিবছর বহু পর্যটক এই সমস্ত পাখি দেখতে ফুলবাড়ী ব্যারাজ এলাকায় এসে থাকেন ।
এদিকে শীত পড়তে না পড়তেই উত্তরবঙ্গের বিভিন্ন জলাশয়ের পাশাপাশি ফুলবাড়ীর মহানন্দা ব্যারেজ জলাশয়ে পরিযায়ী পাখিদের আনাগোনা শুরু হয়েছে ।
advertisement
মূলত বিভিন্ন প্রজাতির রুডি শেলডাক, রিভার ল্যাপউইং সহ নানা ধরনের অতিথি পাখিরা প্রতিবছর এখানে এসে থাকেন। এরা মূলত মঙ্গোলিয়া, তিব্বত, দক্ষিণ আফ্রিকা, সাইবেরিয়া সহ অন্যান্য দেশ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জলাশয়ে এসে ভিড় জমায় । শীত বেরোনোর সাথে সাথে তারাও ফিরে যায় নিজেদের দেশে। শীত বাড়ার সাথে সাথে পরিযায়ী পাখির সংখ্যা ও বাড়বে বলে মনে করছেন এলাকাবাসীরা ।
advertisement
পরিবেশপ্রেমী অনিমেষ বসু জানিয়েছেন শীত পড়লেই এই সমস্ত পাখিরা মঙ্গোলিয়া তিব্বত থেকে উত্তরবঙ্গে পাড়ি দেয় বিভিন্ন জলাশয় গুলিতে মূলত এদের দেখতে পাওয়া যায় । নভেম্বর ডিসেম্বর মাস থেকে শুরু করে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত এরা এখানে থাকে । উত্তরবঙ্গের প্রাকৃতিক পরিবেশ পাখিদের পছন্দ তাই তারা এদিকটায় চলে আসে । তিনি আরো বলেন শীত এলেই উত্তরবঙ্গ পাখিদের প্যারাডাইস হয়ে ওঠে । রুডি শেলডাক, রিভার ল্যাপউইং, সহ আরও একাধিক পাখি এই এলকায় থাকতে পছন্দ করে ।
advertisement
Anirban Ray
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: শীত পড়তেই পরিযায়ী পাখির প্যারাডাইস হয়ে ওঠে উত্তরবঙ্গ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement