Siliguri News: পর্যটকদের জন্য সুখবর! নামমাত্র খরচে সোজা দার্জিলিং, বাস চলবে আপনার নিয়মে, জানুন

Last Updated:

Siliguri News: ভাড়া করলেও ওই বাসকে পর্যটকরা অনেকটা নিজস্ব গাড়ির মতো করেই ব্যবহার করতে পারবেন। এর জন্য চড়া ভাড়াও গুনতে হবে না। ভরা পর্যটন মরশুমেও সস্তায় শৈলশহরে পৌঁছে যেতে পারবেন।

+
এনবিএসটিসি-র

এনবিএসটিসি-র উদ্যোগে চার্টার্ড বাস পরিষেবা

শিলিগুড়ি: চার্টার্ড বিমানের কথা কমবেশি শুনেছেন সবাই। এবারে সেই নবতর ভাবনার বাস্তবায়ন করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (‌এনবিএসটিসি)‌। পর্যটকদের কথা মাথায় রেখে এনবিএসটিসি এবারে পথে নামল ‘‌চার্টার্ড বাস’। তার জন্য বিশেষ ভাবে ৩-‌৪টি ছোট বাস তৈরি করানো হচ্ছে। বাস টার্মিনাস থেকে এই বাস এনবিএসটিসি-র সূচি অনুযায়ী যাত্রা শুরু করবে না। বরং পর্যটকের দেওয়া সময় অনুযায়ী বাসগুলি ছাড়বে। আবার পর্যটকরা যাতে যথাসময়ে পৌঁছতে পারেন তার জন্য যে কোনও স্টপেজে দাঁড়াবে না। তবে যাত্রাপথে কোনও পর্যটন কেন্দ্র থাকলে পর্যটকদের দেখাতে সেখানে দাঁড়াতে পারে এই চার্টার্ড বাস।
এক কথায় ভাড়া করলেও ওই বাসকে পর্যটকরা অনেকটা নিজস্ব গাড়ির মতো করেই ব্যবহার করতে পারবেন। এর জন্য চড়া ভাড়াও গুনতে হবে না। ভরা পর্যটন মরশুমেও সস্তায় শৈলশহরে পৌঁছে যেতে পারবেন। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতীম রায় বলেন, ‘‘আপাতত ৩টি চার্টার্ড বাসের উদ্বোধন করা হয়েছে। তবে বাসগুলি চলা শুরু করবে ২০ এপ্রিল থেকে।’’ ‌
advertisement
advertisement
উল্লেখ্য, পাহাড়ে এখন পর্যটকের আনাগোনা ব্যাপকভাবে বেড়েছে। পর্যটন মরশুমে শিলিগুড়ি থেকে কোনও গাড়ি ভাড়া করতে গেলে দ্বিগুণ খরচ হয়। অনেক পর্যটককে সমস্যায় পড়তে হয়। এসব নিয়ে অভিযোগ হয়। কিন্তু সুরাহা করা যায়নি। এবারে তাই কম ভাড়ায় পাহাড়ে নিয়ে যেতে খোদ রাজ্য সরকারের তরফে এই চার্টার্ড বাস নামানো হল।
advertisement
সংস্থার তরফে জানা গিয়েছে, ২৫ আসনের বিশেষ ওই বাসগুলির মধ্যেই মালপত্র রাখার ব্যবস্থা করা হবে। জানলায় থাকবে পর্দা, পায়ের নীচে থাকবে ফ্লোর বেড। তবে আপাতত শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা থাকছে না। চাহিদা বাড়লে পুজোর সময় শীতাতপ নিয়ন্ত্রিত বাসও নামানোর পরিকল্পনা রয়েছে। বাসগুলিকে অনলাইনে বুকিং করা যাবে। তার জন্য এনবিএসটিসি-র নিজস্ব ওয়েবসাইটে গিয়ে আবেদন করলেই হল। নয়তো কথা বলতে পারেন ৯৬০৯৯৩২০৫৮ নম্বরে। এখানে হোয়াটসঅ্যাপ করেও বাসের যাবতীয় খবরাখবর নিতে পারেন আপাতত। এই বাসে ২৫ জনের ভাড়া পড়বে ৮ হাজার ৮০০ টাকা।
advertisement
অনির্বাণ রায়
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: পর্যটকদের জন্য সুখবর! নামমাত্র খরচে সোজা দার্জিলিং, বাস চলবে আপনার নিয়মে, জানুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement