Siliguri News : মরণ ফাঁদ দুর্বল সেতু! রক্তী নদীর ওপর সেতু তৈরি করলেন এলাকাবাসী

Last Updated:

রক্তী নদীর উপর ব্যক্তিগত স্বার্থে ব্রিজ বানালেন ব্যবসায়ী! ঝুঁকির পারাপার,নীরব প্রশাসন৷

+
Illegal

Illegal bridge a death trap over Rakti river in Matigara Patharghata area

#মাটিগাড়া: পাথরঘাটা এলাকায় রক্তী নদীর উপর অবৈধ সেতু। মরণফাঁদ হতে পারে এই দুর্বল সেতু।সেতুটি কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এই ব্রিজ আদৌ কতটা যাতায়াতের পক্ষে নিরাপদ তা নিয়ে দুশ্চিন্তায় এলাকার মানুষেরা।সূত্রের খবর এক ব্যবসায়ী তার নিজের সুবিধার্থে এই ব্রিজ নির্মাণ করেন কারণ নদীর দুপাশে তার দুটো বড় ফ্যাক্টরি একটি পাথরের ক্রাশার এবং অন্যদিকে কংক্রিটের ইট নির্মাণের ফ্যাক্টরি।
মূলত নিজেদের যাতায়াতের সুবিধা এবং কাজ করার সুবিধার্থেই এই সেতু নির্মাণ করেন ওই ব্যবসায়ী বলে অভিযোগ। তবে এই ব্রিজ আদৌ কতটা নির্ভরযোগ্য তা নিয়ে চিন্তায় এলাকাবাসী। মাটিগাড়া দুই পঞ্চায়েত সমিতির সভাপতি খগেশ্বর রায় জানান,এই রক্তি নদী পাহাড়ি নদী, বর্ষার সময়ে যেকোনো সময় নদীর তার রূপ বদল করতে পারে এবং তার উপর দিয়ে এই ব্রিজ কতটা নির্ভরযোগ্য তা নিয়ে আমরা একটু দুশ্চিন্তায় রয়েছি। কারণ বহু মানুষ এই ব্রিজের উপর দিয়ে চলাচল করে।
advertisement
advertisement
ফুলবাড়ি পতনঝার মৌজা এবং পাইনি কুমারী জোত এই দুই জায়গার মাঝখানে এই নদী। এবং এই নদীর মাঝখান দিয়েই গড়ে উঠেছে একটি অবৈধ সেতু। এর আগেও বহুদিন ধরে এই সেতুকে ঘিরে রয়েছে নানা প্রশ্ন। কী করে একজন তার নিজের সুবিধার্থে নদীর মাঝখানে ব্রিজ তৈরি করে দিতে পারে বলে অভিযোগ বাসিন্দাদের। সরকারি অফিসের চক্ষুগোচরে আসার পর সরেজমিনে জায়গাটি খতিয়ে দেখা হয়। ব্যবসায়ীর সঙ্গে দেখা করার চেষ্টা করা হলেও তার দেখা মেলেনি। বহু লোক এই ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করেন কিন্তু তাতে যেকোনো দিন দুর্ঘটনার কবলে পড়তে হতে পারে বলে মনে করছেন একাংশ বাসিন্দারা।
advertisement
ANIRBAN ROY
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News : মরণ ফাঁদ দুর্বল সেতু! রক্তী নদীর ওপর সেতু তৈরি করলেন এলাকাবাসী
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement