Siliguri News: মলিন বসনে চেহারায় ভবঘুরে, রোজ পাখি আর কাঠবিড়ালিদের জন্য খাবার নিয়ে হাজির তিনি
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Siliguri News: এই ব্যাক্তি মানুষের কাছ থেকে হাত পাতে টাকা নেন আর সেই টাকায় দিয়ে চাল কিনে পাখি কাঠবিড়ালির জন্য খাবার কিনেন। আর সেই খাওয়ার ছড়িয়ে দেন তাদের উদ্দেশ্যে। এই ভবঘুরে মানুষটির জন্য অপেক্ষা করে থাকে কাঠবিড়াল সহ বিভিন্ন পাখি।
অনির্বাণ রায়, শিলিগুড়ি : বড় বড় চোখ, গম্ভীর চেহারা, মুখ ভরা দাড়ি, গায়ে নোংরা জামাকাপড়, পায়ে জুতো, মাথায় টুপিওয়ালা এক ব্যাক্তি। সকাল থেকে বিকেল পর্যন্ত হাতে একটি ব্যাগ নিয়ে এদিক ওদিক পায়চারি করেন আর বিকেল হলেই ব্যাগের থেকে খাওয়ার বের করে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে দেয়। তবে আর পাঁচজন মানুষের মতন স্বাভাবিক নন তিনি। ভবঘুরের মতো ঘুরে বেড়ান এদিক ওদিক। কোথায় বাড়ি? কী করেন, তা জানা নেই । শুধু এক মনে নিজে নিজে কথা বলেন আর পাখি, কাঠবিড়ালি জন্য খাবার ছিটিয়ে দেন।
শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সুইমিং পুলের রাস্তা দিয়ে ঘোরাফেরা করেন। কখনও হাসেন আবার কখনও নিজে নিজেই হাত নাচিয়ে কথা বলে চলেন। প্রত্যেক দিন তাঁকে এভাবেই দেখা যায় আর বিকেলশেষে ব্যাগভর্তি খাওয়ার নিয়ে ছিটিয়ে দেন পাখিদের জন্য। তিনি হয়তো নিজের বাড়ি থেকে বা মানুষের কাছ থেকে হাত পেতে টাকা নেন আর সেই টাকায় দিয়ে চাল কিনে পাখি কাঠবিড়ালির জন্য খাবার কেনেন। আর সেই খাওয়ার ছড়িয়ে দেন তাদের জন্য। এই ভবঘুরে মানুষটির জন্য অপেক্ষা করে থাকে কাঠবিড়ালি ও পাখিরা।
advertisement
আরও পড়ুন : মারের চোটে চোখে আঘাত ব্যবসায়ীর, দোলের দিন বাড়িতে মদ্যপদের হামলা! ক্যানিংয়ের কাণ্ড
বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ ও নদী দূষণ, কৃষিজমি বৃদ্ধি, সঙ্কীর্ণ আবাসস্থল, শিকার ও কীটনাশক ব্যবহার, নদী ও উপকূলীয় চর-সহ পাখির বসবাস ও বিচরণের ক্ষেত্রগুলো নষ্ট হয়ে হয়ে যাওয়ার কারণে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। আর এক বছরে দেশে পাখির বিচরণ কমেছে প্রায় ৪০ হাজার। সেখানে এই ছকভাঙা মানুষটির উদ্যোগ মনে রাখার মতো।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
March 08, 2023 4:20 PM IST