Siliguri News: বিয়ের পর ৯ বছর ধরে পণের দাবিতে অত্যাচার, শিলিগুড়িতে রহস্যমৃত্যু বধূর

Last Updated:

বিয়ের ৯বছর পরও বাড়তি "পণ" না মেলায় স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচারে আত্মঘাতী গৃহবধূ। শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয় গৃহবধূর ঝুলন্ত দেহ।

পণ না দেওয়ায় স্বামীর অত্যাচারে আত্মঘাতী গৃহবধূ
পণ না দেওয়ায় স্বামীর অত্যাচারে আত্মঘাতী গৃহবধূ
অনির্বাণ রায়, শিলিগুড়ি: গৃহবধূর রহস্যমৃত্যুতে চা‍ঞ্চল্য শিলিগুড়িতে। অভিযোগ, বিয়ের ৯ বছর পরও বাড়তি "পণ" না মেলায় স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচারে 'আত্মঘাতী' গৃহবধূ। শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয় গৃহবধূর ঝুলন্ত দেহ। জানা গিয়েছে, ২০১৪ সালে শিলিগুড়ি পুরনিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের নিরঞ্জন নগর কলোনির বাসিন্দা সনাতন দাসের সঙ্গে বিয়ে হয় রেখা দাসের । তবে বিয়ে কিছু দিন পার হতেই গৃহবধূর উপর বাড়তি "পণ" নিয়ে অত্যাচার শুরু করে স্বামী সনাতন দাস এবং তারা শ্বশুরবাড়ির লোকজন।এমনই অভিযোগ রেখার বাপের বাড়ির পরিবারের।
এদিন পরিবারের সদস্যরা তাঁর দেহ ঝুলন্ত অবস্থায় দেখে তড়িঘড়ি তাঁকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থাকা চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।সেই থেকে শ্বশুরবাড়ির সদস্যরা বাড়িতে তালা ঝুলিয়ে পলাতক। এদিকে মৃত রেখা পরিবারের দাবি তাঁদের মেয়েকে খুন করা  হয়েছে।
আরও পড়ুন :  মিলনমেলায় পরিণত হল পাথরপ্রতিমার শিবের মেলা 
বর্তমানে অসহায় অবস্থায় পড়ে রয়েছে মৃতার ৭ বছরের ছেলে এবং ৫ বছর বয়সি মেয়ে। কান্নায় ভেঙে পড়েছেন তাঁর মা বাবা। এই ঘটনায় মৃতার পরিবারের তরফে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর ফাঁড়িতে খুনের অভিযোগও দায়ের হয়। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে  পুলিশ। মৃতার বাবা মহাবীর দাস বলেন, "মেয়েকে আমি সবসময় বুঝিয়ে পাঠাতাম যে কোনও ঝামেলা হলে নিজেই শুধরে নিতে। কিন্তু এমন হবে তা জানা ছিল না। কোনও মেয়ের সঙ্গে যেন এমন ঘটনা না হয়। আমরা চাই এই ঘটনায় অপরাধী যেন উপযুক্ত শাস্তি পায়।"
advertisement
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: বিয়ের পর ৯ বছর ধরে পণের দাবিতে অত্যাচার, শিলিগুড়িতে রহস্যমৃত্যু বধূর
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement